December 22, 2024

সঙ্গীত জগতের নক্ষত্র পতন,চলে গেলেন বালুরঘাটের সুরের জাদুকর প্রণব মুখোপাধ্যায়–

1 min read

সঙ্গীত জগতের নক্ষত্র পতন,চলে গেলেন বালুরঘাটের সুরের জাদুকর প্রণব মুখোপাধ্যায়

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–সঙ্গীত জগতের নক্ষত্র পতন।চলে গেলেন সুরের জাদুকর তথা নাট্য ব্যক্তিত্ব বিশিষ্ট সঙ্গীত শিল্পী,বেতার শিল্পী ও আকাশ বানীর অনুমোদিত গীতিকার ও সুরকার প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব বালুরঘাটের প্রণব মুখোপাধ্যায়। গত বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে তার সুপুত্র সঙ্গীত শিল্পী ধ্রুব মুখোপাধ্যায়ের বাসভবনে হৃদরোগ জনিত কারণে তার মৃত্যু হয়।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৮বছর।প্রণব মুখোপাধ্যাযের মৃত্তুর খবর ছড়িয়ে পড়তে সমগ্র দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গে শোকের ছায়া নেমে আসে।বুনিয়াদপুর থেকে তার মরদেহ বালুরঘাট পৌঁছালে তার গুণমুগ্ধরা এবং বালুরঘাটের বিশিষ্ট জনেরা তার বালুরঘাট কাঁছারিপাড়ার বাসভবনে তাকে শেষ শ্রদ্ধা জানাতে যান।প্রণব বাবুর কর্মজীবন শুরু হয় বালুরঘাট উচ্চ বিদ্যালযে শিক্ষকতার মধ্য দিয়ে।যদিও পেশাগত জীবনের পরেও যে আর একটা জীবন আছে প্রণব মুখোপাধ্যায় তা অক্ষরে অক্ষরে দেখিয়ে গিয়েছেন।প্রণব মুখোপাধ্যায়ের বাসভবন ছিল একটি সঙ্গীতের আশ্রম।প্রণব বাবু ছাড়াও তার ছোট ভাই অশোক মুখোপাধ্যায়,বোন শিপ্রা মুখোপাধ্যয় খোকা মুখোপাধ্যায় পুত্র ধ্রুব মুখোপাধ্যয় সবাই যেন ঈশ্বরের দেওয়া সঙ্গীতের প্রতিভা নিয়েই ঐ বাড়ির সদস্য হয়েছিলেন।এককথায় তার বাড়ি ছিল সঙ্গীতের আতুরঘর।প্রয়াত শিল্পী দীর্ঘদিন ধরে আকাশবাণীর সঙ্গীত শিল্পী ছিলেন।ছিলেন আকাশবাণীর অনুমোদিত গীতিকার ও সুরকার।সঙ্গীতের সব ক্ষেত্রেই ছিল তার অবাধ বিচরণ।কি রবীন্দ্র সঙ্গীত,কি আধুনিক, কি ভজন,কি রাগ প্রধান এবংউচ্চাঙ্গ সঙ্গীত সর্বত্রই যেন ছিল তার অবাধ বিচরণ।প্রণব বাবুর কন্ঠের বিশিষ্ট ছিল সম্পুর্নই আলাদা।প্রয়াত শিল্পী বালুরঘাটের আপামর সঙ্গীত শিল্পিদের কাছে ছিল আদর্শ।প্রয়াত প্রণব মুখোপাধ্যায় প্রচুর আধুনিক সঙ্গীত রচনা ও সুর দিয়ে গেছেন।তার রচিত সঙ্গীত বহু শিল্পী গেয়েছেন এবং এখনো গেয়ে থাকেন।এই প্রতিবেদক যৌবন বয়সে সঙ্গীত শিক্ষার কারনে দীর্ঘদিন তার সান্নিধ্যে যাবার সুযোগ পেয়ে গর্ব বোধ করতাম।এই প্রতিবেদকের সাথে অনেক দিন আগে বালুরঘাটের কোন এক সঙ্গীত সন্ধ্যায় দেখা হবার সাথে সাথে আমায় বলে উঠলো তপন তোর সাথে অনেক দিন পর দেখা হল,ভালো আছিস তো?আমি প্রণবদাকে প্রণাম করে বললাম দাদা আমি আপনাকে প্রতিদিন দেখি।শুনে অবাক হয়ে বললেন কি বলছিস প্রতিদিন আমাকে কি ভাবে দেখিস? আমি প্রণবদাকে বললাম কেন প্রতিদিন আপনাকে শোবার আগে প্রণাম করে ঘুমানোর আগে আপনার ছবিটা আমার সামনে ভেসে আসে।একথা শুনে তখন প্রণব দা আমার দিকে তাকিয়ে চুপ করে থেকে শুধু বললেন আমার মাথায় হাত দিয়ে ভালো করে গান শেখ ভালো শিল্পী হও।মানুষ হিসাবে প্রণব মুখার্জীর মত ভালো মানুষ এবং সঙ্গীত জগতের পরম আত্মীয়কে হারিয়ে আমরা শোকাহত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *