ইসলামপুরে রাজ্য সরকারের মিষ্টির দোকান খোলার নির্দেশের ভিন্ন ছবি ধরা পড়লো
1 min readইসলামপুরে রাজ্য সরকারের মিষ্টির দোকান খোলার নির্দেশের ভিন্ন ছবি ধরা পড়লো
দেবব্রত চক্রবত্তী রাজ্য সরকারের নির্দেশে গত মঙ্গলবার থেকেই খুলে দেওয়া হয়েছে সমস্ত মিষ্টির দোকান। তবে ইসলামপুরে রাজ্য সরকারের মিষ্টির দোকান
খোলার নির্দেশের ভিন্ন ছবি ধরা পড়লো। ইসলামপুরের অধিকাংশ মিষ্টির দোকান বন্ধ থাকায় চরম সমস্যায় লকডাউনে গৃহবন্দী মিষ্টি প্রেমী মানুষ।
বিশেষ করে নিরামিশভোজীরা মিষ্টির দোকান থেকে পনির সংগ্ৰহ করে থাকেন। সেক্ষেত্রে মিষ্টির দোকান বন্ধ থাকায় চরম সমস্যায় খাবার পর মিষ্টিমুখ করা বাঙালি। এমনটাই জানালেন ইসলামপুরের বাসিন্দা বিজয় দাস।
বিজয় বাবু বলেন, তিনি মিষ্টি ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছেন যে রাজ্য সরকার যে মিষ্টির দোকান খোলার সময়সীমা দিয়েছে তাতে তারা এই অল্প সময়ের জন্য দোকান খুললে ক্ষতির মুখে পড়বেন।
তাই রাজ্য সরকার সময়সীমা নিয়ে চিন্তা ভাবনা করে নির্দেশ দিলে ব্যবসায়ীরা দোকান খুলতে রাজি হতে পারে।