‘Lockdown for Climate’ দিবস পালন হোক: প্রধানমন্ত্রীকে ড. তাপস পালের চিঠি
1 min read‘Lockdown for Climate’ দিবস পালন হোক: প্রধানমন্ত্রীকে ড. তাপস পালের চিঠি
তন্ময় চক্রবত্তী সুকান্ত ভট্টাচাৰ্য-র ‘ছাড়পত্র’র ‘প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল/এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি/নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’| এই লাইনগুলোকে বাস্তবতার রূপ দিতে প্রানপনে চেষ্টা করে যাচ্ছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ গবেষক ড:তাপস পাল |
লকডাউন চলাকালীন তিনি অনুভব করেন বিশ্বায়ন একটু থমকে দিলে হয়তো আমরা পৃথিবীর গড় আয়ু আরও কিছুটা বাড়িয়ে তুলতে পারি | গত ১লা এপ্রিল তিনি দিল্লীর রাষ্ট্রপুঞ্জের অফিস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দ, ব্রাজিলের প্রধানমন্ত্রী জাইর বোলসোনারো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জলবায়ু বিশেষজ্ঞ গ্রেটা থানবার্গ, সুইডেনের এন.জি.ও ফ্রাইডে ফর ফিউচার, বিবিসি নিউজ, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর কাছে এক আবেদন পত্র পাঠান যার মূল বক্তব্য ছিল ‘Lockdown for Climate’ | তাপস বাবু বলেন ‘প্রতি বছর পৃথিবী ব্যাপী একদিন বা এক সপ্তাহের জন্য মানব সভ্যতার ক্ষতিকারক কাজগুলি বন্ধ করা দরকার। পৃথিবী যেন তাজা অক্সিজেন নিতে পারে এবং এই সমসাময়িক জলবায়ুর সাথে নিজেকে সামঞ্জস্য করতে পারে। এটি প্রমাণিত হয়েছে যে মহামারী COVID-19 লকডাউন সময়ের কারণে আমাদের জলবায়ু কিছুটা সতেজ হয়েছে | আমরা সারা বছর অনেক দিবস উদযাপন করি যদি একদিন বা একসপ্তাহ জলবায়ুর জন্য উদযাপিত হয় তবে আমরা এক সুস্থ পৃথিবীতে বসবাস করতে পারব নিজেরাই |’
Very good concept sir