বোল্লা বি এড কলেজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন-
1 min readবোল্লা বি এড কলেজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন-
তপন চক্রবর্তী – কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–বৃহ স্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা বি এড কলেজ করোনা ভাইরাস উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিএড কলেজের সম্পাদক সুদীপ গাঙ্গুলী দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক নিখিল নির্মল এর হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিলেন।
জেলা শাসক বলেন এই মুহূর্তে দেশের ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনা করে সবাইকে এর মোকাবিলার কাজে দুহাত বাড়িয়ে সহায়তা করা উচিত।সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।বিএড কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।প্রসঙ্গত জানা যায় বোল্লা কলেজ থেকে যারা সিমলায় শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন তারা নিরাপদেই ফিরে এসে হোম কোয়ারান্টিনে সবাই ভালো আছে বলে জানা যায়।