December 22, 2024

থ্যালাসেমিয়া আক্রান্ত পুত্রের রক্ত দেবার জন্য পিতার সামনে কালিয়াগঞ্জের মানবিক পৌরপিতা

1 min read

থ্যালাসেমিয়া আক্রান্ত পুত্রের রক্ত দেবার জন্য পিতার সামনে কালিয়াগঞ্জের মানবিক পৌরপিতা

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–(উত্তর দিনাজপুর)–করোনা লকডাউনের জেরে যখন সবাই ঘরবন্দি,চলছেনা কোন পরিবহন তখন থ্যালাসেমিয়ায় আক্রান্ত পুত্রের বাবা দিশেহারা হয়ে কি করবে ভেবে পাচ্ছেনা।তখন নিমেষের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত পুত্রের সামনে আলাদিনের প্রদীপের মতই সামনে এসে হাজির হলেন কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক পাল।

থ্যালাসেমিয়া আক্রান্ত পিতাকে সবদিক দিয়ে নিশ্চিন্ত করলো পৌরপিতা কার্তিক পাল।একেই বলে যার কেও নেই তার জন্য কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক পালই যথেষ্ট।জানা যায় কালিয়াগঞ্জ পৌর সভার ৩নম্বর ওয়ার্ডের দিনমজুর সুশান্ত দাস লকডাউনের কারনে গৃহবন্দি হলেও পৌর সভা থেকে সরকারি সাহায্য পেয়ে ভালই চলছিল।কিন্তূ বাদ সাধলো সুশান্ত দাসের থ্যালাসেমিয়া আক্রান্ত পুত্রের জন্য রক্ত দিতেই হবে।কিন্তূ রক্ততো আর পৌর সভা দিতে পারবেনা?কিন্তু রক্ত না

দিতে পারলে কি হবে আন্তরিকতা থাকলে সমাজের সেবা মনোভাব নিয়ে কাজ করলে সব কিছুই সম্ভব।সুশান্ত দাস বিপদ বুঝে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক পালের কাছে ছুটে আসেন।পৌরপিতা কার্তিক পাল সুশান্ত দাসকে আশ্বস্ত করে বলেন কোন চিন্তা নেই।তিনি এম্বুলেন্সের ব্যবস্থা শুধু করেননি।তার সাথে আর্থিক ব্যবস্থার ও সুরাহা করে দিলে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে গিয়ে ছেলের রক্তের ব্যবস্থ্য করে সুশান্ত দাস নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে যান।পৌরপিতা কার্তিক পাল সুশান্ত দাসকে বলেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে তার ছেলের সুচিকিৎসার জন্য আবেদন করে তার ব্যবস্থা করে দেবেন বলে জানান।সুশান্ত দাস বলেন আমাদের কালিয়াগঞ্জের পৌরপিতা শুধু পৌরপিতাই নয় তিনি স্যাখ্যাত তার কাছে ভগবান হয়েই দেখা দিয়েছিল।না হলে এতবড় বিশাল কাজ নিমেষের মধ্যে কি করেই বা হবে।

6 thoughts on “থ্যালাসেমিয়া আক্রান্ত পুত্রের রক্ত দেবার জন্য পিতার সামনে কালিয়াগঞ্জের মানবিক পৌরপিতা

  1. If your doctor or another knowledgeable person has given you an alternative drug as part of her diagnosis, the company or doctor is more likely to think you are the one giving the recommendation to give you an alternative medication buying cialis online reviews In 2011, Pfizer, the manufacturer of Viagra, investigated counterfeits by buying them online and testing their contents

  2. 004 Adverse event back pain 5 0 0 buying cialis online usa 52 Although comparative statistical analyses have not been employed in all of the above studies, the evidence suggests that dapoxetine 30 mg or 60 mg is associated with an improvement in ejaculation-related interpersonal difficulty when compared with placebo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *