লকডাউন- তাতে কি?বন্ধ নেই ঈশ্বরীয় আনন্দের কাজ
1 min readলকডাউন- তাতে কি?বন্ধ নেই ঈশ্বরীয় আনন্দের কাজ
তুহিন শুভ্র মন্ডল বলা হয় ‘ পরিচ্ছন্নতাই ঈশ্বরীয় আনন্দ দেয়।’সম্প্রতি 20 মার্চ জেনেভা থেকে প্রকাশিত হয়েছিল রাষ্ট্র সংঘের পরিবেশ কার্যক্রমের( ইউ এন এনভায়রনমেন্ট বা ইউ এন ই পি)একটি খবর।সেখানে বলা ছিল করোনা ভাইরাসের মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনার কাজকেও ভীষণ গুরুত্ব প্রদান করতে হবে।রাষ্ট্রসংঘের বাসিল কনভেনশনেও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত পরিষ্কার নির্দেশিকা দেওয়া আছে।
রাষ্ট্রসংঘ বলছে এই সময়ে বর্জ্য ব্যবস্থাপনার দিকে সতর্ক নজর দেওয়া দরকার।কেননা করোনা উদ্ভূত পরিস্থিতিতে আবর্জনার পরিমাণ বাড়ছে।গৃহস্থালীর বর্জ্য ও চিকিৎসা বর্জ্য উভয়ের পরিমানও বাড়ছে।করোনা ভাইরাসের সময় সর্বত্র লকডাউনের বিধিনিষেধ চলছে।কিন্ত জরুরীকালীন ভিত্তিতে কিছু কাজ চলছে।বালুরঘাট পৌরসভার তত্ত্বাবধানে এই কাজেও যেন বিরাম নেই।সকালে হুইসেল ভ্যান বাড়ির সামনে, পাড়ায় আগের মতোই আসছে বালুরঘাটে।সঙ্গে এখন করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে সচেতনতার বার্তা।
সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালির বর্জ্য সংগ্রহ করছে বত্রিশটি হুইসেল ভ্যান।তারপর সেগুলিকে বালুরঘাট পেরিয়ে লালমাটা অঞ্চলে যে ডাম্পিং বা ট্রেঞ্চিং গ্রাউন্ড রয়েছে সেখানে ফেলে আসা- এই কাজ চলছে যথাসম্ভব।বালুরঘাট শহরে প্রতিদিন প্রায় পঁচাত্তর টন বর্জ্য উৎপাদিত হয়।সেগুলিই সংগ্রহ করছেন সুধাকর, রোহন রা( নাম পরিবর্তিত)।আজ সকালেও দেখা হল লালমাটায়।তখন সমগ্র বালুরঘাট থেকে গৃহস্থালি আবর্জনা সংগ্রহ করে একে একে ট্রেঞ্চিং গ্রাউন্ডে নিয়ে আসছে তারা।কিছুদিন থেকে সাফাই কর্মীর সংখ্যা কম ।
তবু আমরা চেষ্টা করছি- ক’দিন আগে একথা জানিয়েছিলেন বালুরঘাট পৌরসভার প্রশাসক তথা সদর মহকুমাশাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায়।উল্লেখ্য, কিছুদিন আগেই বালুরঘাট নাট্যতীর্থে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত একটি আলোচনাসভা হয়েছিল।সেখানে ন্যাশনাল গ্রীণ ট্রাইবুনালের নির্দেশকাকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল।জোর দেওয়া হয়েছিল রিডিউস, রিইউজ,রিসাইকেলকে।বর্জ্য পৃথকীকরণের উপরেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছিল।স্বনির্ভর গোষ্ঠী গুলিকেও কাজে লাগানোর ভাবনা চিন্তা করা হয়েছে। এল করোনা ভাইরাসের লক ডাউন।তবে পৌরসভার এই সাফাই কর্মীদের জন্য শহর এই সময়েও যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে একথা বলাই যায়।বালুরঘাট শহরের বাসিন্দা সন্দীপ সরকার বলেন – ‘পরিচ্ছন্নতাই ঈশ্বরীয় আনন্দ দেয়।শহর পরিষ্কার থাকলে বিপদ- অসুখ বিসুখ ইত্যাদিও কম হবে।’পরিবেশ কর্মী রিক গুহ প্রতিদিন দেখেন বাড়ির সামনে থেকে হুইসেল ভ্যান এসে আবর্জনা নিয়ে যায়।তার কথায়- প্রতিনিয়ত এই সাফাই কাজ বা আবর্জনা সংগ্রহের কাজে যুক্ত তাদের জন্য সুরক্ষা অর্থাৎ মাস্ক, গ্লাভস,স্যানিটাইজার ইত্যাদির দিকেই এখন আমাদের সর্বাধিক লক্ষ্য রাখতে হবে।
CES 2018 How the future IoT and 5G Will Impact Business buy cialis online india
SAN JUAN, Puerto Rico AP U buy priligy in usa 2 patient for each AE
You have a serious liver problem brand name cialis online Sixty patients with ED after external-beam radiotherapy for prostate cancer were randomized to on-demand tadalafil 20 mg or placebo in a double-blind, placebo controlled, crossover study lasting 12 weeks Incrocci et al 2006
cialis tablets for sale You ll also receive a prescription discount off your first month
clomiphene citrate for women , U10 HD38992 to R.
Up to now, Jurchen has contributed more than 1,200 horses to the court. nolvadex price