December 22, 2024

করোনা ভাইরাস সচেতনতায় রায়গঞ্জ শহরে নামল রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী

1 min read

করোনা ভাইরাস সচেতনতায় রায়গঞ্জ শহরে নামল রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী

 করোনা ভাইরাস সচেতনতায় এবার মাঠে নামলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।এদিন রায়গঞ্জ শহরজুড়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জনসাধারনের মধ্যে মাস্ক বিতরণ করার পাশাপাশি সাধারন মানুষকে লক ডাউন পিরিয়ড সফল করতে ঘরে থাকার আবেদন জানান কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

রাজ্য প্রশাসনের পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার বাসিন্দাদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক ডাউন সফল করতে উদ্যোগী হলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে

এদিন দলীয় কর্মীদের সাথে নিয়ে তাঁর সাংসদ এলাকা রায়গঞ্জ শহরে মাস্ক বিতরণ ও সচেতনতা কর্মসূচি পালন করলেন বিজেপি সাংসদ সদস্য। রায়গঞ্জ শহরের রাজপথে চলাচলকারী সাধারন মানুষকে নিজে হাতে মাস্ক পড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের ঘর থেকে বের না হওয়ার আবেদন জানান কেন্দ্রীয় মন্ত্রী। এর পাশাপাশি বিজেপি দলের পক্ষ থেকেও এদিন সাধারন মানুষকে লক ডাউন পিরিয়ড সফল করতে মাইকিং করা হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, জেলা প্রশাসনের নজরে রাখা উচিত যেসব মানুষ বিনা কারনে রাস্তায় বেড়িয়েছে তাদের সচেতন করে ঘর থেকে বের হওয়া বন্ধ করা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *