October 24, 2024

প্রত্যাশার বুক বাঁধা আড়াইশো থেকে একশো ঘোষনায় ফিসফিস আলোচনা।

1 min read

প্রত্যাশার বুক বাঁধা আড়াইশো থেকে একশো ঘোষনায় ফিসফিস আলোচনা।

জয়ন্ত বোস, বর্তমানের কথা। পারদ চড়ছিল গত কয়েকদিন থেকেই। এই পারদ আবহাওয়ার নয়, এই পারদের উত্তাপ কালিয়াগঞ্জের মাটিতে মুখ্যমন্ত্রী হয়ে মমতা ব্যানার্জির প্রথমবারের পা ফেলার সাথে প্রশাসনিক মিটিং এ কালিয়াগঞ্জের উন্নয়নে স্বাস্থ্য পরিষেবায় স্টেট জেনারেল হাসপাতালে আড়াইশো বেডের স্বাস্থ্য পরিষেবার ঘোষনা নিয়ে। এমনিতেই কালিয়াগঞ্জে উন্নয়নের হাওয়া বইছে।

তবুও কালিয়াগঞ্জের মানুষের মনে গত বিধানসভার উপ নির্বাচনের প্রাক্কালে আড়াইশো বেডের স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতিতে যেভাবে জনগনের আশীর্বাদে এই প্রথম তৃণমূল কংগ্রেসের বিধায়ক জয়ী হয়েছেন সেখানে এক সুপ্ত স্বপ্নের পারদ চড়ছিল গত কয়েকদিন ধরেই কালিয়াগঞ্জে। কিন্তু আজকের মিটিং এ মুখ্যমন্ত্রীর ঘোষণায় ফিসফিস আলোচনা সেই পারদ উত্তাপকে অনেকটাই ঠান্ডা করে দিয়েছে।কালিয়াগঞ্জের মানুষ দেশ স্বাধীনের পরে বিস্তর উন্নয়নের স্বাদ পেতে শুরু করেছে আর সেই স্বাদের মাঝে আড়াইশোর প্রতিশ্রুতি মানুষের হৃদয়ে এক উন্মাদনার বাতাবরণ তৈরি করে ফেলেছিল। একদিকে রেলপথে যোগাযোগের শ্রীবৃদ্ধি, সড়কপথে যোগাযোগের শ্রীবৃদ্ধি, বিভিন্ন পরিষেবা মূলক শ্রীবৃদ্ধির চাদরে মুড়ে থাকলেও কালিয়াগঞ্জের মানুষের প্রত্যাশা কে উস্কে দেওয়া হয়েছিল স্টেট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ক্ষেত্রে আড়াইশো শব্দ ধ্বনি। আর সেই শব্দ ধ্বনির প্রত্যাশার পারদ চড়ছিল মানুষের মধ্যে। কিন্তু কালিয়াগঞ্জে আজকের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা কিন্তু ফিসফিস আওয়াজ তুলে দিয়েছে সভা ফেরত জনগনের মধ্যে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *