October 24, 2024

মুখ্যমন্ত্রীর ঘোষণায় কালিয়াগঞ্জের মানুষ আশাহত হয়ে ফিরলো-

1 min read

মুখ্যমন্ত্রীর ঘোষণায় কালিয়াগঞ্জের মানুষ আশাহত হয়ে ফিরলো-

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ -উত্তর দিনাজপুর–মঙ্গলবার কালিয়াগঞ্জ কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর মুখ থেকে কালিয়াগঞ্জের উন্নয়নে বেশ কিছু ঘোষণা শোনার আগ্রহ নিয়ে মুখ্যমন্ত্রীর সভায় অধীর আগ্রহ নিয়ে গিয়েছিল।কিন্তূ না কালিয়াগঞ্জের উন্নয়নে তেমন কোন নুতন ঘোষণা মুখ্যমন্ত্রী না করায় আশাহত হয়ে জনসভা থেকে ফিরতে হল সাধারণ মসনুষদের। কালিয়াগঞ্জের মানুষ মবে করেছিল কালিয়াগঞ্জ হাসপাতালকে অনন্ত পক্ষে মুখ্যমন্ত্রী২২৫ বেডের হাসপাতালে উন্নত করবে।

কিন্তূ মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জ হাসপাতালকে ১০০বেডের হাসপাতাল ঘোষণা করার সাথে সাথে সাধারণ মানুষ আশাহত হয়ে জনসভা থেকে ফিরলো।শুধু তাই নয় কালিয়াগঞ্জের মানুষ ভেবেছিল এই এলাকার মহিলাদের উচ্চ শিক্ষার স্বার্থে একটি মহিলা কলেজের কথা ঘোষণা করবেন।সেটাও তার কাছে গুরুত্বহীন বলেই মন হল।কারন কালিয়াগঞ্জের নুতন বিধায়ক তপন দেবসিংহ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীরকাছে কালিয়াগঞ্জের জন্য একটি মহিলা কলেজের দাবি জানালে মুখ্যমন্ত্রী তার কথার কোন গুরুত্ব না দিয়ে তাকে বসিয়ে দিয়ে বলেন পরে দেখা যাবে।মুখমন্ত্রী তার জনসভার অধিকাংশ সময় জুড়ে মোদি সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় দিল্লির ঘটনাকে টেনে এনে বলেন দিল্লিতে যা হয় বাংলায় তা হয়না।তিনি বলেন আমি অত্যন্ত মর্মাহত। দিল্লিতে মৃত্তুর মিছিলের পরেও মোদি সরকার আজ কোন দুঃখ প্রকাশ না করায় তিনি স্তম্ভিত।এন আর সি নিয়ে বলতে গিয়ে বলেন এ রাজ্যে কোন এন আর সি বা সি এ এ চলবেনা।নাগরিক মানে জনগন।ভোট দিয়ে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন তার পরেও বলবে আপনারা ভারতীয় নন।এ রাজ্য থেকে কাউকে তাড়াতে দেবনা আমি যতদিন আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *