নাট্যমেলায় নাট্য প্রদর্শনী যেন আর্কাইভের ক্ষুদ্র সংস্করণ তুহিন শুভ্র মন্ডল
1 min readনাট্যমেলায় নাট্য প্রদর্শনী যেন আর্কাইভের ক্ষুদ্র সংস্করণ
তুহিন শুভ্র মন্ডল পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আয়োজনে নাট্যমেলার অঙ্গ ছিল নাট্য প্রদর্শনী।যার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়।সঙ্গে ছিলেন অন্যান্য বিশিষ্টজন।নাট্য প্রদর্শনী- নাটকের সমারোহের সাথে এ যেন আরেক উপহার নাট্যমোদি দের জন্য।থিয়েটার এবং তার সংযুক্ত শিল্প ও শিল্পীদের প্রতিও এ যেন শ্রদ্ধার্ঘ্য।লেবেদফের সময় থেকে থিয়েটারের এই যে জলযাত্রা- তাতে মিশে আছে অসংখ্য শিল্পী ও তাদের শিল্পত্ব এবং নিবিড় শ্রমের মেলবন্ধন।এ সবও জানতে পারলো
নাট্যপ্রেমীরা।বিষয় নির্বাচনেও ছিল ব্যাপ্তি।যেমন- নির্বাচনে পথনাটক,প্রথম পথনাটক,নৃত্যে আগ্রহ,পেশাদার মঞ্চে ও প্রচ্ছদে খালেদ চৌধুরী,এক নাটকের ভিন্ন প্রয়োজনায় মঞ্চ পরিকল্পনা,চলচ্চিত্রে পানু পাল,রক্তকরবীর মঞ্চে ছন্দ ও রেখা, নাট্যশোধ( থিয়েটারে তথ্য সংরক্ষণের উদ্দেশ্যে), একই সেটে ভিন্ন ভিন্ন জোন, নবান্নের আগে মঞ্চে দুর্ভিক্ষ, বিদেশী নাটকে ইত্যাদি অনেক বিষয়।
নাট্য মঞ্চায়ন দেখতে ঢোকার আগে ও পরে এই প্রদর্শনী দেখেছেন অনেকেই।প্রতেকের এক মত। এই প্রদর্শনীর ব্যাপ্তি অনেক।বিভিন্ন দিনে এই প্রদর্শনী দেখেছেন ডিপিও বিমল কৃষ্ণ গায়েন, উত্তর দিনাজপুরের তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাণা দেব দাস, রায়গঞ্জ থেকে আগত নাট্যপ্রেমী সুদর্শন ব্রহ্মচারী, সুকুমার বারই, নাট্য শিল্পী নূপুর হোড়, বাচিক শিল্পী দোয়েল চক্রবর্তী প্রমুখ।নাট্যমেলার আয়োজক দের অন্যতম জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য অমিত সাহা জানান ‘নাট্য প্রদর্শনীটি যেন নাট্যমেলার সমৃদ্ধি আরও বাড়িয়ে দিয়েছে।নাটক গুলি দেখেও নাট্যপ্রেমী দর্শকরা যেমন প্রশংসা করেছেন তেমনই নাট্য প্রদর্শনী নিয়েও তাদের ভাললাগার কথা মানুষ জানিয়েছেন।এ যেন নাট্য আর্কাইভের এক ক্ষুদ্র সংস্করণ।’