October 24, 2024

কালিয়াগঞ্জের বই মেলা উদ্বোধনে এসে ছাত্র ছাত্রীদের উপস্থিতি দেখে মুগ্ধ মন্ত্রী গোলাম রাব্বানী

1 min read

কালিয়াগঞ্জের বই মেলা উদ্বোধনে এসে ছাত্র ছাত্রীদের উপস্থিতি দেখে মুগ্ধ মন্ত্রী গোলাম রাব্বানী

তপন চক্রবর্তী –,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--প্ৰকৃত অর্থে আসল বই মেলার রূপ ছাত্র ছাত্রীদের ব্যাপক হারে উপস্থিতি দেখে বলেই ফেললেন মন্ত্রী গোলাম রব্বানী কালিয়াগঞ্জের বই মেলা দেখে আমি অভিভূত।এটাকেই প্ৰকৃত বই মেলা বলা হয়।এত ছাত্র ছাত্রীদের উপস্থিতি সাধারণত কোন বই মেলায় দেখা যায়না।

বই মেলাতো ছাত্র ছাত্রীদের জন্যই।তাই এই বই মেলা সত্যি সত্যিই বই মেলার রূপ পেয়েছে।বই মেলার কর্মকর্তাদের তিনি অভিনন্দন জানান। মন্ত্রী ফিতা কেটে এই বই মেলার উদ্বোধন করেন।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ বলেন কালিয়াগঞ্জের বই মেলার সুনাম দীর্ঘ দিনের।এবারও বই মেলায় সে রূপ ধরা পড়ায় আমি ভীষণ খুশি।অতিরিক্ত জেলা শাসক প্রদীপ বিশ্বাস বলেন বই মেলা দেখে আমি মুগ্ধ।

এত সুন্দর বই মেলা খুব কমই দেখা যায়।তিনি বলেন যেখানে কার্তিক পালের মত ডায়নামিক চেয়ারম্যান এবং অসীম ঘোষের মত কর্মঠ ব্যক্তি আছেন সেখানে এমন বই মেলা হওয়ায় স্বাভাবিক।জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন বলেন বইকে মানুষের প্ৰকৃত বন্ধু ভাবতে হবে। কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক চন্দ্র পাল,ইসলামপুর পৌর সভার পৌরপিতা কানাইয়া লাল আগরওয়াল, রায়গঞ্জ পৌর সভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস,,জেলা পরিষদের কো–মেন্টর অসীম ঘোষ,

কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,কালিয়াগঞ্জ পৌর সভার উপ-পৌর পিতা বসন্ত রায়,পৌর সভার নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস,কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা,গৌরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক সৌরেন বন্দোপাধ্যায় ও বঙ্গরত্ন অধ্যাপিকা ডঃ মমতা কুন্ডু।বই মেলায় আনুমানিক দশ হাজার ছাত্র ছাত্রীরা

মিছিলের সাথে কালিয়াগঞ্জর বিশিষ্ট ব্যক্তি গন পা মেলান।মেলায় অসাধারন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।বই মেলায় ৯৯টি বিভিন্ন পত্র পত্রিকার স্টল বসেছে।প্রতিদিন চলবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।চলবে সেমিনার,সাহিত্যের আসর।কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক পাল বলেন আমরা কালিয়াগঞ্জ বই মেলাকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বই মেলায় রূপান্তর করবো এটাই আমাদের লক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *