December 23, 2024

সারা ভারতব্যাপী মেধা অন্বেষণ সৃজনশীল নৃত্যে দ্বিতীয় কালিয়াগাঞ্জ এর গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয়ের ছাত্রী রিয়া রায়

1 min read

সারা ভারতব্যাপী মেধা অন্বেষণ সৃজনশীল নৃত্যে দ্বিতীয়  কালিয়াগাঞ্জ এর গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয়ের ছাত্রী   রিয়া রায়

আবারো কালিয়াগঞ্জ এর  সংস্কৃতির পলকে আরেকটি মুকুট যুক্ত হলো। ছিনিয়ে আনল নিজের নৃত্য কলা প্রদর্শনের মাধ্যমে সর্বভারতীয় সঙ্গীত পরিষদ এর উদ্যোগে আয়োজিত সারা ভারতব্যাপী মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কালিয়াগঞ্জ এর গন্ধর্ব নিত্য মহাবিদ্যালয় এর ছাত্রী রিয়া রায়।

আজ কলকাতার মহাজাতি সদনে পদ্মশ্রী পন্ডিত মনিলাল নাগ, সুনামধন্য নৃত্যশিল্পী থাঙ্কুমনি কুট্টি , অমিতা দত্ত , শ্রদ্ধেয় কোহিনুর সেন বরাট এর মতো বিশিষ্ট নৃত্যশিল্পীদের উপস্থিতিতে তাদের হাত থেকে রৌপ্য পদক , মানপত্র ও উত্তরীয় গ্রহন করেন রিয়া রায় ।জানা যায় সর্বভারতীয় সঙ্গীত পরিষদ থেকে অনুষ্ঠিত

 

হয়েছিল সারাভারতব্যাপী মেধা অন্বেষণ । সেই অনুষ্ঠান হয়েছিল গত ৯ জানুয়ারি  কলকাতা সংস্কৃতি ভবনে।সেখানেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগাঞ্জ

এর  গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয়ের ছাত্রী – রিয়া রায় সৃজনশীল নৃত্যে দ্বিতীয় স্থান অধিকার করে।

 

1 thought on “সারা ভারতব্যাপী মেধা অন্বেষণ সৃজনশীল নৃত্যে দ্বিতীয় কালিয়াগাঞ্জ এর গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয়ের ছাত্রী রিয়া রায়

  1. প্রথমত প্রথম লাইনটা যতসম্ভব এরকম হবে- আবারও কালিয়াগঞ্জের সাংস্কৃতিক মুকুটে আরেকটি নতুন পালক যুক্ত হলো। আর নিত্য না ওটা নৃত্য হয়, গন্ধ বলে কিছু নেই ওটা গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয় হবে…… মানে একটা news portal এইসব ভুল বানান লিখে পোস্ট করছেন।

    একটু তো কিছু পেটে বিদ্যে রাখুন 🙏,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *