মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাস্থল খতিয়ে দেখতে কলেজ ময়দানে হাজির জেলা পুলিশ সুপার সুমিত কুমার
1 min readমুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাস্থল খতিয়ে দেখতে কলেজ ময়দানে হাজির জেলা পুলিশ সুপার সুমিত কুমার
বিনোদ রুনটা ।।যতই সময় এগিয়ে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কালিয়াগঞ্জ এর আসার ততই প্রশাসনিক ব্যস্ততা বেড়েই চলছে। চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে আজ কালিয়াগঞ্জ কলেজ মাঠে আসেন
জেলা পুলিশ সুপার সুমিত কুমার, ডিএসপি আশীষ সুববা ,কালিয়াগঞ্জ থানার আইসি আশীষ দোলুই। এছাড়া ছিলেন ডিআইও সমরেশ দাস এবং কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।
আগামী ৩ মার্চ কালিয়াগঞ্জ কলেজ ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে যেমন প্রশাসনিক সভা রয়েছে তেমনি রয়েছে পাশেই জনসভা।
তাই মুখ্যমন্ত্রী আসার আগেই নিরাপত্তা সব দিক খতিয়ে দেখতে জেলা পুলিশের নজরদারি শুরু হয়েছে কলেজ ময়দানে।