রাধিকাপুরে আনুষ্ঠানিক ভাবে রেল প্রতিমন্ত্রী সুরেশ সি অঙ্গাদি ও দেবশ্রী চৌধরী রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলো শনিবার
1 min readরাধিকাপুরে আনুষ্ঠানিক ভাবে রেল প্রতিমন্ত্রী সুরেশ সি অঙ্গাদি ও দেবশ্রী চৌধরী রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলো শনিবার
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)--অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান।শনিবার দুপুরে ভারত-,বাংলাদেশ সীমান্তের প্রান্তিক স্টেশন রাধিকাপুর থেকে রেল প্রতিমন্ত্রী সুরেশ সি অঙ্গনাদি ও নারী ও শিশু কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধরী বহু প্রতীক্ষিত রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন
ফ্ল্যাগ নাড়িয়ে।ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান প্রত্ক্ষ করবার জন্য প্রচুর সংখক মানুশের ভীড় হয়।রেল প্রতিমন্ত্রী সুরেশ সি অঙ্গনাদি বলেন রায়গঞ্জের সাংসদ তথা রাষ্ট্র মন্ত্রী দেবশ্রী চৌধরী রাধিকাপুর থেকে একটি কলকাতা গামী একটি সকালের ট্রেনের জন্য বার বার তদ্বির তদারক করেন
রেল মন্ত্রকে।রেল মন্ত্রক অবশেষে রাধিকাপুর তথা উত্তর দিনাজপুরের যাত্রীদের অসুবিধার কথা ভেবে রেল মন্ত্রক শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই ট্রেন দেবার সিধান্ত গ্রহণ করে।রেল মন্ত্রী বলেন আমরা গ্রাম বাসীদের উন্নয়নে প্ৰতি প্রতিশ্রুতিবদ্ধ।রাধিকাপুর স্টেশনের সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেলে ভবিষ্যতে আরো অনেক কিছুই সম্ভব হবে।রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলামআমি জয়ী হলে
রাধিকাপুর থেকে সকালে কলকাতা গামী ট্রেন চালানোর ব্যবস্থা করা হবে।আমি একটু সময় নিয়েছি ঠিকই কিন্তু নয় মাসের মধ্যে সকালের ট্রেন আজ চালু করতে পেরেছি রেল প্রতিমন্ত্রী সুরেশ সি অঙ্গাদি ও রেল মন্ত্রী পীযুষ গোয়েলের সহযোগিতায়।রেলের ট্র্যাক তৈরির আগেই আজ ট্রেন চালু করা হল।আমাকে অনেকেই গালিগালাজ করেছে কেন ট্রেন চালু করা হচ্ছেনা প্রতিশ্রুতি দেবার পরেও।তিনি বলেন যে কাজ করে তাকে গালিগালাজ করা হয় অথচ যারা বছরের পর বছর কাজ করেনি তাদের গালিগালাজ করা হয়নি।আমি তার জন্য কিছু মনে করিনি।সাধারণ মানুষ প্রচন্ড অসুবিধার মধ্যে ছিল বলেই আমার উপর কেউ কেউ ক্ষুব্ধ হয়েছে।ট্রেনের সময় নিয়ে একটু সমস্যা আছে তবে তা খুব তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করা হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের উর্ধতন কর্তৃপক্ষ