বিজেপির দুধের স্বাদ ঘোলে মেটানোর দাওয়াই হিসাবে আগামীকাল থেকে শুরু হতে চলছে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে তেভাগা লিংক এক্সপ্রেস বাস পরিষেবা
1 min readবিজেপির দুধের স্বাদ ঘোলে মেটানোর দাওয়াই হিসাবে আগামীকাল থেকে শুরু হতে চলছে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে তেভাগা লিংক এক্সপ্রেস বাস পরিষেবা
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–শুক্রবার থেকে বুনিয়াদপুরে তেভাগা ধরবার জন্য কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত তেভাগা লিঙ্ক সরকারি বাস চালু হচ্ছে। বৃহষ্পতিবার সন্ধ্যয় এক একান্ত সাক্ষাৎকারে একথা বললেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।
তিনি বলেন দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ এর সাধারণ মানুষরা একটা সমস্যায় পড়েছিলেন।যদি কেউ বুনিয়াদপুরে গিয়ে তেভাগা এক্সপ্রেস এর ট্রেনে চেপে কলকাতায় যেতে চায় তাহলে তাদের কালিয়াগঞ্জ থেকে সকালের দিকে বাসের খুব সমস্যা ছিল। অবশেষে পরিবহন দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারীর আন্তরিক চেষ্টায় ও কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পালের আন্তরিক প্রচেষ্টায় এই বাস পরিষেবা চালু হতে চলছে শুক্রবার সকাল থেকে। যার ফলে কালিয়াগঞ্জ বাসীর দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হলো। পৌরপতি আরো বলেন কালিয়াগঞ্জ বাসীর দাবিকে প্রাধান্য দিয়ে তারা পরিবহন মন্ত্রীর কাছে এই বাস পরিষেবা চালু করার জন্য লিখিতভাবে আবেদন করেছিলেন। অবশেষে সেই দাবিকে মান্যতা দিল রাজ্যের পরিবহন দপ্তর। ফলে তারা ভীষণ খুশি এবং পরিবহনমন্ত্রী কে ধন্যবাদ জানান। তিনি বলেন কেন্দ্রের রেল মন্ত্রক কালিয়াগঞ্জে যে কলকাতা গামী সকালের ট্রেন দেবার প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন না করে দুপুরের ট্রেন দেবে শুনতে পাচ্ছি।সেই ট্রেনে রাত্রি ১২ টায় পৌঁছে তারা আরো বিপদের মধ্যেই পড়বে বলে তার মনে হয়েছে।তাই মানুষ এই ট্রেনের পরিবর্তে তেভাগতেই যাওয়া শ্রেয় বলে মনে করছে।আসলে দুধের স্বাদ কি ঘোল দিয়ে মেটানো যায় কোন দিন?বিজেপি সেটাই করে ভেবেছিল বাজি মাত করবে।কিন্তূ মানুষ সঠিক পরিষেবা বুঝে নিতে খুব ভাল করেই জানে। কার্তিক ফসল বলেন কাল শুক্রবার থেকে সেটি প্রতিদিন সাড়ে পাঁচটায় কালিয়াগঞ্জ এর বয়রা কালিবাড়ি থেকে ছেড়ে বুনিয়াদপুর এ পৌঁছাবে ঠিক সময় মত যেমন তেমনি যারা কলকাতা থেকে রাতে তেভাগা এক্সপ্রেস ট্রেনে করে বুনিয়াদপুরে আসবে। সেখান থেকে কালিয়াগঞ্জ,কুশমন্ডি,জোড়দিঘি,ফটেপুরের যাত্রীদের নিয়ে বুনিয়াদপুর থেকে সরকারি বাস কালিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে।।তিনি বলেন ইতিমধ্যে এই বাস পরিষেবার চালুর ব্যাপারে কালিয়াগঞ্জ বাসীকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল এই বাস পরিষেবার উদ্বোধন করবেন সকাল সাড়ে পাঁচটায় কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ। কালিয়াগঞ্জে এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে খুশি আমজনতা।