উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তাররা এক বিরল অপারেশন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে।
1 min readউত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তাররা এক বিরল অপারেশন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে।
তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তাররা এক বিরল অপারেশন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। জানা যায় যে অপারেশনটি হয়েছে সেটি রায়গঞ্জ মেডিকেল কলেজেও আজ অব্দি হয়নি। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে সুপার ডঃ প্রকাশ রায় জানান, গত দুদিনে হাসপাতালে ডাক্তারবাবুরা পরপর তিনটি বিরল অপারেশন করেছে।
একটি অপারেশনের নাম হিসটেকটমি আর দুটি অপারেশনের নাম রিকেরেলাজেশন। তিনি বলেন যে অপারেশন তিনটি হলো এখনো অব্দি সে অপারেশন যে কোন কারনে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সেই অপারেশন হয়নি।এদিকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বিরল
এই অপারেশন হওয়ার ডাক্তারবাবুদের এবং হাসপাতালে সুপারকে অভিনন্দন জানান কালিয়াগঞ্জ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল। তিনি বলেন এই ভাবে যদি ডাক্তারবাবুরা মানুষের পরিষেবা দিয়ে থাকেন তাহলে কালিয়াগঞ্জ হাসপাতাল দ্রুত উন্নতির দিকে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।