December 22, 2024

নাট্যমেলার হাত ধরে নাটকের শহরে বালুরঘাটে এ যেন নাট্যবসন্ত

1 min read

নাট্যমেলার হাত ধরে নাটকের শহরে বালুরঘাটে এ যেন নাট্যবসন্ত

তুহিন শুভ্র মন্ডল এ যেন এক নাট্য বসন্তএর সূচনা।’ নাট্য আকাদেমির সঙ্গে আপনার বন্ধুতা নিবিড়তর হোক’ এই বার্তা দিয়ে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির নাট্যমেলার শুভ সূচনা হল নাটকের শহর বলে পরিচিত বালুরঘাটে।একদম শুরুতে ফিতে কেটে নাট্য প্রদর্শনীর সূচনা করেন

প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়,নাট্যপ্রিয় নাট্যমোদি ম্যাকিনটোস বার্নের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী,নাট্য নির্দেশক ও ডি আই জি (মালদা রেঞ্জ) প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক নিখিল নির্মল, জেলা আরক্ষাধক্ষ্য দেবর্ষি দত্ত,নাট্য আকাদেমির সদস্য অমিত সাহা,স্নেহাশিস চৌধুরী,

সদস্যা অনুরাধা কুন্ডা, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী প্রমুখ।থিয়েটার হচ্ছে মানুষের সাথে মানুষের বন্ধন।লেবেদফ থেকে শুরু করে এই সময় পর্যন্ত বাংলা থিয়েটারের যে যাত্রা তার পরতে পরতে মিশে আছে এই কথা।উদ্বোধনী অনুষ্ঠান পর্বে বিভিন্ন বক্তার কথাতেও উঠে আসে এই বিষয়।আজ থেকে শুরু করে আগামী পয়লা মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির এই নাট্যমেলায় প্রথম দিনে

ছিল থিয়েটার ওয়ার্কশপের ‘ দীর্ঘদিন দগ্ধরাত'( নির্দেশক – অশোক মুখোপাধ্যায়)।এছাড়াও বিভিন্ন দিনে রয়েছে পাইকপাড়া ইন্দ্ররঙ্গের ‘ একদিন আলাদিন'( নির্দেশক- কাঞ্চন মল্লিক), বেহালা ব্রাত্যজনের ‘ তারপর একদিন'( নির্দেশক- কাঞ্চন আমিন), সন্দর্ভের ‘ তিন তস্কর'( সৌম মজুমদার)। শেষ দিন অর্থাৎ পয়লা মার্চ রয়েছে দুটো নাটক। থ্যাটার কোলকেতার ‘ ছুকরী'( নির্দেশক- কমল ব্রহ্ম) অশোকনগর নাট্য আননের ‘ আর্কিমিডিস- এর মৃত্যু'( নির্দেশক- চন্দন সেন)।আজ থিয়েটার ওয়ার্কশপের ‘ দীর্ঘদিন দগ্ধরাত’ বালুরঘাটের নাট্যপ্রেমী দর্শকদের।’সম্পর্ক’কে কেন্দ্রে রেখে উঠে আসে থিয়েটার ও সমাজের নানান ঘটনাক্রম।চন্দন সেনের নাটক ও কুশীলবদের অভিনয় যেন যোগ্য সঙ্গত করে।অসামান্য অভিনয় করেন অশোক মুখোপাধ্যায়,

সুরঞ্জনা দাশগুপ্ত, বিন্দিয়া ঘোষ, লোকনাথ দে প্রমুখ।অশোক মুখোপাধ্যায়ের নির্দেশনা আলাদা মাত্রা যোগ করেছে এই নাট্যে।দর্শকদের স্বত:স্ফূর্ত করতালির অভিবাদন বুঝিয়ে দেয় তাদের ভাললাগা।নাট্যমেলার ব্যবস্থাপক জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্তী, বালুরঘাট থেকে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য অমিত সাহা জানান ‘এই নাট্যমেলা নাট্যমোদিদের মনে উন্মাদনা তৈরি করেছে’।প্রথম দিনের নাট্য মঞ্চায়ন শেষে বাড়ি ফেরার পথে নাট্যমন্দিরের গেটের মুখে নতুন প্রজন্মের একজন দর্শকের কথা কানে এল।একজন বলছে ‘ কি রে কাল সন্ধ্যায় আসবি তো?’ আরেকজনের উত্তর ‘ আসবো না মানে! নাটক শুরুর পনের মিনিট আগে চলে আসবো’। অতএব আগামী পাঁচদিন বালুরঘাটে সন্ধ্যা যে নাটকের হাত ধরে নামবে তা আর বলার অপেক্ষা রাখেনা।আর এর জন্য সবাই পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমিকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে নাট্যরসিক জনেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *