অবশেষে আজ ভোর থেকে চালু হয়ে গেল কালিয়াগঞ্জ থেকে তেভাগা লিংক সরকারি বাস পরিষেবা।
1 min readঅবশেষে আজ ভোর থেকে চালু হয়ে গেল কালিয়াগঞ্জ থেকে তেভাগা লিংক সরকারি বাস পরিষেবা।
অবশেষে আজ ভোর পাঁচটায় চালু হল কালিয়াগঞ্জ বাসীর দীর্ঘ প্রতীক্ষিত কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর সরকারি বাস পরিষেবা। রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারীর আন্তরিক প্রচেষ্টায় আজ এই বাস পরিষেবার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল সহ আরো অনেকে। আজ এই বাস পরিষেবা কে কেন্দ্র করে ভোরবেলা দেখা যায় কালিয়াগঞ্জ বয়রা কালীবাড়ি র সামনে উৎসুক মানুষের ভিড়। শুধু তাই নয় অনেককে দেখা গেল
বিধায়ক ও চেয়ারম্যান যখন সবুজ ঝান্ডা নাড়িয়ে বাস পরিষেবার উদ্বোধন করলেন ঠিক তখন অনেক যাত্রীকেই দেখা গেল সেই বাসায় বসে বিধায়ক ও চেয়ারম্যানের সঙ্গে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করতে।
জানা যায় এই বাস প্রতিদিন কালিয়াগঞ্জ এর বয়রা কালীবাড়ি থেকে ভোর ৫ টা ১৫ মিনিটে ছেড়ে বুনিয়াদপুর এ যাবে ।
আবার রাতে বেলা যখন তেভাগা ট্রেনটি বুনিয়াদপুর আসবে ঠিক সেই সময় একই রকম ভাবে বুনিয়াদপুর থেকে এইবার আবার কালিয়াগঞ্জ এর উদ্দেশ্যে রওনা দিবে সেই সময়।
উল্লেখ্য এতদিন বুনিয়াদপুর থেকে তেভাগা লিংক এক্সপ্রেস ট্রেনটি ধরতে কালিয়াগঞ্জ এর বাসিন্দাদের বহু সমস্যা দেখা দিয়েছিল সঠিক যোগাযোগের অভাবে। আজ রাজ্যের মা মাটি মানুষের সরকারের
আন্তরিক প্রচেষ্টায় এই সমস্যার সমাধান হওয়ায় কালিয়াগঞ্জ এর মানুষ অভিনন্দন জানান এই সরকারকে।