জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে হস্তশিল্পের উপর একটি কর্মশালা।
1 min readজেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে হস্তশিল্পের উপর একটি কর্মশালা।
প্রদীপ সিনহা উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকে অনুষ্ঠিত হলো জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে ১২ দিন ব্যাপী হস্তশিল্পের উপর একটি কর্মশালা। করণদিঘি ব্লকের বলাকা মঞ্চে এই কর্মশালা অনুষ্ঠিত হয় ।
জানা যায় এই কর্মশালায় মোট ৪০ জন মহিলা হস্ত শিল্পী অংশ নেয়।
এই দিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার বিদ্যুৎ কর্মাদক্ষা শ্রীমতি বিপাশা দাস সিনহা,
ডক্টর এল কে নায়ার , জেলার শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার। প্রশিক্ষণ শেষে প্রত্যেক মহিলা হস্তশিল্পীদের সার্টিফিকেট প্রদান করা হয়।