সামনেই পৌরসভার নির্বাচন তাই রণকৌশল বিজেপির ইসলামপুরে
1 min readসামনেই পৌরসভার নির্বাচন তাই রণকৌশল বিজেপির ইসলামপুরে
দেবব্রত চক্রবর্তী সামনেই পৌরসভার নির্বাচন।তাই বিভিন্ন রাজনৈতিক দল তাদের রণকৌশল ঠিক করতে দফায় দফায় বৈঠক করছে বিভিন্ন জায়গায়।
তেমনি বিজেপির ইসলামপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ এক কর্মী বৈঠক করলো ইসলামপুর সূর্যসেন মঞ্চে । এই মিটিংয়ে উপস্থিত ছিলেন জেলার জেনারেল সেক্রেটারি বাসুদেব সরকার টাউন মন্ডল সভাপতি সন্দীপ ভট্টাচার্য ইসলামপুর বিধানসভা অবজারভার ডাক্তার
সমরূপ মন্ডল সহ বিজেপির বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কর্মী ও সদস্যরা । আজ ইসলামপুর সূর্যসেন মঞ্চে এই প্রস্তুতি বৈঠক করে বিজেপি ।
এই বৈঠকের মূল উদ্দেশ্য সম্বন্ধে বলতে গিয়ে বাসুদেব বাবু বলেন যে আসন্ন পৌরসভা নির্বাচন কে সামনে রেখে এখন থেকেই বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে নিয়ে মিটিং করা হবে প্রতিনিয়ত।বিভিন্ন ওয়ার্ডে কে পার্থী হবে তা জনগণের সাথে কথা বলেই দল ঠিক করবে বলে তিনি জানান।