উত্তর দিনাজপুর জেলার গ্রামীণ এলাকার মাত্র ২৭ শতাংশ এলাকাকে পরিস্রুত পানীয় জল পরিষেবার আওতায়
1 min readউত্তর দিনাজপুর জেলার গ্রামীণ এলাকার মাত্র ২৭ শতাংশ এলাকাকে পরিস্রুত পানীয় জল পরিষেবার আওতায়
উত্তর দিনাজপুর জেলার গ্রামীণ এলাকার মাত্র ২৭ শতাংশ এলাকাকে পরিস্রুত পানীয় জল পরিষেবার আওতায় আনা গিয়েছে। ২০১৮ সালে প্রায় ২০ শতাংশ গ্রামীণ এলাকা সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় ছিল। গত দুই বছরে এই এলাকা মাত্র সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই) সূত্রে খবর,
এখনও গোটা জেলার ৭৩ থেকে ৭৫ শতাংশ গ্রামীণ এলাকার সাধারণ মানুষ পরিস্রুত পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। এই পরিস্থিতি সামাল দিতে পিএইচই প্রায় ৩৫০ কোটি টাকার ১৫২টি মৌজাভিত্তিক নতুন প্রকল্প অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তরের দাবি, প্রকল্পগুলি অনুমোদন পেলে প্রায় ১৫ লক্ষ মানুষ উপকৃত হবেন।উত্তর দিনাজপুর জেলার গ্রামীণ এলাকায় পরিস্রুত পানীয় জল নিয়ে এই পরিস্থিতির বিষয়টি স্বীকার করে পিএইচইর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ দাস বলেন, ২০১৮ সালে এই জেলার গ্রামীণ এলাকার মাত্র ২০ শতাংশ এলাকা পরিস্রুত পানীয় জলপ্রকল্পের আওতায় ছিল গত দুই বছরে আমরা এই এলাকার পরিমাণ সাত শতাংশ বাড়াতে সক্ষম হয়েছি।