রাধিকাপুর হাওড়া নতুন সকালের ট্রেন রাধিকাপুর থেকে ছাড়বে সকাল সাড়ে এগারোটায়।
1 min readরাধিকাপুর হাওড়া নতুন সকালের ট্রেন রাধিকাপুর থেকে ছাড়বে সকাল সাড়ে এগারোটায়।
তন্ময় চক্রবর্তী। বহুপ্রতিক্ষিত উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর থেকে সকালের একটি ট্রেন চালু হতে চলছে আগামী ২৯ শে ফেব্রুয়ারি থেকে। জানা যায় ১৩০৫৩ নম্বরে হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে সকাল ৮.৩৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে
যেমন রাধিকাপুর এ পৌঁছাবেন ঠিক ১৩০৫৪ নম্বরের রাধিকা পুর হাওড়া এক্সপ্রেস রাধিকাপুর থেকে প্রতিদিন সকাল ১১.৩০ মিনিটে ছেড়ে রাত্রি 11 টায় হাওড়ায় পৌঁছাবে।উত্তর দিনাজপুর জেলা বাসীর দীর্ঘ প্রতীক্ষিত এই ট্রেনের উদ্বোধন আগামী ২৯ শে ফেব্রুয়ারি। নতুন এই ট্রেন চালু হওয়ার ফলে খুশি জেলার সাধারণ মানুষরা। আগামী ২৯ শে ফেব্রুয়ারি রেল দপ্তরের প্রতিমন্ত্রী এই নতুন ট্রেনের শুভ সূচনা করবেন রায়গঞ্জ স্টেশন থেকে।