ঝড়,বৃষ্টির ফলে আমের মুকুল, সরিষা ক্ষতি উত্তর দিনাজপুর
1 min readঝড়,বৃষ্টির ফলে আমের মুকুল, সরিষা ক্ষতি উত্তর দিনাজপুর
বৃষ্টির জন্য আমের মুকুল ক্ষতি আবহাওয়া অ ফিস থেকে আগাম জানিয়ে দেওয়া হয় বৃষ্টির পূর্বাভাস। তাই সকাল থেকেই উত্তর দিনাজপুরের আকাশ ছিলো মেঘলা। জেলার রায়গঞ্জ, হেমতাবাদ, ইটাহার, করনদিঘী,চাকুলিয়া, চোপড়ায় বিকেল হয়ে অতি থেকে অতিভারী বৃষ্টি হয়।
দুপুরে কিছুটা বাধা বিপত্তি পেড়িয়ে রোদের দেখা মিললেও বিকেলে শুরু হয় ঝড়, বৃষ্টি।মঙ্গলবার বৃষ্টি ও ঝড়ের ফলে মাঠের সরিষা, আমের মুকুলে ব্যাপার ক্ষতি হওয়া সম্ভাবনা , বৃষ্টির ফলে এই দিন পারদ নিচে নামতেই জাকিয়ে বসে ঠান্ডা। বৃষ্টিপাতের ফলে থমকে গিয়েছে স্বাভাবিক জনজীবন ব্যহত জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক গতি হারায়