October 24, 2024

পৌর নির্বাচনে তৃণমূল কর্মীদের বিনয়ী ও নম্র হওয়ার পরামর্শ দিলেন পরিবহনমন্ত্রী তথা বাঁকুড়ার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী

1 min read

পৌর নির্বাচনে তৃণমূল কর্মীদের বিনয়ী ও নম্র হওয়ার পরামর্শ দিলেন পরিবহনমন্ত্রী তথা বাঁকুড়ার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী

লোকসভা নির্বাচনের নিরিখে পৌরসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস তাই পৌর নির্বাচনে তৃণমূল কর্মীদের বিনয়ী ও নম্র হওয়ার পরামর্শ দিলেন পরিবহনমন্ত্রী তথা বাঁকুড়ার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। আজ বিকেলে বাঁকুড়ার রবীন্দ্রভবনে পৌরসভা ভিত্তিক বুথকর্মী সম্মেলনে মঞ্চে উপস্থিত হয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী দেন পরামর্শ দেন পৌর নির্বাচনের বুথকর্মীদের। তিনিবলেন দলনেত্রী সবসময় একথাই বলেন।

আমিও বুথ কর্মীদের বললাম, আমরা লোকসভা ভোটে কিছুটা পিছিয়ে আছি। আমাদের ভোট ব্যাংক টা তো চলে গেছে কিছুটা হলেও। পুরোটা যায়নি, সেই ভোট ব্যাংকটা ফেরাতে হলে মানুষের কথা একটু বেশি শুনতে হবে একটু কম কথা বলতে হবে।মাধ্যমিক পরীক্ষার কারণে  মাইক ব্যবহার বন্ধ , তাই করা গেল না নাগরিক সভা এমনটাই বক্তব্য শুভেন্দু অধিকারীর।তিনি বলেন নাগরিকসভা বাঁকুড়ায় করা গেল না। তার কারণ যখন মাইক বাজা শুরু হবে তখন ভোটের নিরিখে নাগরিক সভার গুরুত্ব থাকবে না। সামনেই পৌর নির্বাচন। লোকসভা নির্বাচনের নিরিখে  তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে  সাধারণ জনগণ।আর তাই পৌর প্রধানের নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ বছরে কি কাজ হয়েছে সেই উন্নয়নের একটি খতিয়ান প্রস্তুত করতে এবং তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ  পরিবহন মন্ত্রী। তিনও বলেন আমি মহাপ্রসাদ সেনগুপ্তকে বলেছি একটা ব্রোসিয়ার বের করতে। গত পাঁচ বছরে উন্নয়নের একেবারে সাল তামাম সেটা। এটা পৌরসভার পক্ষ থেকে সব বাড়িতে পৌঁছে দিতে হবে। অনেক কাজ হয়েছে এবং পাঁচ বছরের একটা টার্মে হয়তো সব কাজ কমপ্লিট করা যায়নি। তার জন্য আমরা আবারো একটা ট্রাম বাঁকুড়ার পৌরসভার নাগরিকদের কাছে চাইবো।  আর একটা ট্রার্মে সুযোগ দিক এতগুলো কাজ হয়েছে বাকিটা আছে। সেই উন্নয়নের সনদটা পৌরসভা প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।গত কয়েকদিন এনআরসি ইস্যুতে অশান্ত দিল্লির সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান পরিবহন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *