ধর্মনিরপেক্ষ এই দেশে হিংসার কোন স্থান নেই, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
1 min readধর্মনিরপেক্ষ এই দেশে হিংসার কোন স্থান নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দুই দিনের ভারত সফর চলাকালীন সময়ে উত্তর দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ও বর্তমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এই ধরনের ঘটনা অনভিপ্রেত বলে তিনি মন্তব্য করেন। কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে আজ সন্ধ্যায় দমদম বিমানবন্দরের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এই দেশ শান্তির দেশ ও মানবতার দেশ। ধর্মনিরপেক্ষ এই দেশে হিংসার কোন স্থান নেই। সবাইকে একসঙ্গে নিয়ে চলা দরকার।