December 23, 2024

কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র থানার পার্শ্ববর্তী জেলা পরিষদের জমিতে ” সরকারি বাস স্ট্যান্ড” উপহার পেতে চলেছে কালিয়াগঞ্জবাসী পৌরপিতার তৎপরতায়

1 min read

কালিয়াগঞ্জ শহরের  জেলা পরিষদের জমিতে ” সরকারি বাস স্ট্যান্ড” উপহার পেতে চলেছে কালিয়াগঞ্জবাসী পৌরপিতার তৎপরতায়

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে কালিয়াগঞ্জ বাসী আরও একটি সরকারী বাসস্ট্যান্ড উপহার পেতে চলেছে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক পালের তৎপরতায়।জানা যায় কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মা বয়রা কালি মন্দিরের সামনে অবস্থিত উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৪১শতক জমি যেখানে দীর্ঘ দিন ধরে অব্যবহৃত হয়ে পড়েছিল একটি দাতব্য চিকিৎসালয়। সেই অব্যবহৃত জমিতে কালিয়াগঞ্জ পৌর সভা এবং জেলা পরিষদের যৌথ উদ্যোগে এই বাস স্টান্ডটি তৈরি হবে রাজ্য পরিবহন দপ্তরের দেওয়া পাঁচ কোটি টাকায়।

কালিয়াগঞ্জ পৌর সভা ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে এই সরকারী বাস স্ট্যান্ড নির্মাণ করবার জন্য সম্প্রতি জেলা পরিষদের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা পরিষদ সূত্রে খবরে জানা যায়।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক পাল জানান জেলা পরিষদের এই পরিত্যক্ত ৪১ শতক জমির উপর সরকারী বাসস্ট্যান্ডের সাথে হবে বিশাল আকারের মার্কেট কমপ্লেক্স।ত্রিতল নির্মিত বাস স্ট্যান্ডে থাকবে বাসস্ট্যান্ড অফিস এবং বিশ্রামাগার।

পৌরপিতা কার্তিক পাল বলেন জেলা পরিষদের জমিতে সরকারী বাসস্ট্যান্ড হোক এই দাবি পৌর সভার দীর্ঘদিনের।সেই দাবি জেলা পরিষদ মেনে নেবার ফলে কালিয়াগঞ্জ শহরের সাধারণ মানুষ দুটি বাস স্ট্যান্ডের পরিষেবা পেতে পারবে।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ বলেন কালিয়াগঞ্জ পৌর শহরকে উন্নতমানের পৌর শহরে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।আর তার জন্য যা যা প্রয়োজন আমরা সেই কাজ গুলি করবার চেষ্টা করে যাচ্ছি।জেলা পরিষদের কো-মেন্টর তথা তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন আমাদের মা মাটি মানুষের সরকারের মূল লক্ষ মানুষের পরিষেবা দেওয়া।আর তার জন্য আমাদের সরকার থেকে সব রকম সহযোগিতা আমাদের সরকার করে যাচ্ছে।কালিয়াগঞ্জ একটি বাস স্ট্যান্ড থাকা স্বত্বেও আমরা আর একটি বাস স্ট্যান্ড তৈরি করবার সিধান্ত নিয়েছি সাধারণ মানুষের স্বার্থেই।অসীম বাবু বলেন শুধু কালিয়াগঞ্জ শহরই নয় আমরা কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য ও বেশ কিছু পরিকল্পনা আমরা নিয়েছি।রাধিকাপুর এলাকায় একটি বাস স্ট্যান্ড নির্মাণ করবার সিধান্ত নিয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *