জেলায় অপরাধের নানান ধরনের মধ্যে খুনের ঘটনা প্রায় ৫০ শতাংশ কমেছে।
1 min readজেলায় অপরাধের নানান ধরনের মধ্যে খুনের ঘটনা প্রায় ৫০ শতাংশ কমেছে।
জেলায় অপরাধের নানান ধরনের মধ্যে খুনের ঘটনা প্রায় ৫০ শতাংশ কমেছে। এমনই দাবি করলেন রায়গঞ্জ পুলিশ । জেলার পুলিস আধিকারিকরা দাবি করেন , ২০১৭ সালে খুনের ঘটনার অভিযোগ ছিল ৫২টি। সেই পরিসংখ্যান ২০১৯ সালে কমে দাঁড়িয়েছে ২৭টি।
অর্থাৎ রায়গঞ্জ পুলিস জেলার অন্তর্গত থানাগুলি তাদের লাগাতার নজরদারি ও অন্য প্রক্রিয়ায় মাধ্যমে অপরাধের এই ধরন কমাতে সক্ষম হয়েছে। পুলিসের তরফে একটি বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।এবিষয়ে রায়গঞ্জ জেলা পুলিস সুপার সুমিত কুমার বলেন, আমরা আমাদের পুলিস জেলা এলাকায় থাকা থানারগুলির ক্ষেত্রে বিশেষভাবে যত্নশীল। যে কোনভাবেই অপরাধ কমানোর চেষ্টা আমরা চালিয়ে থাকি। ২০১৭ ও ২০১৯ সালের তুলনা করলেই দেখা যাবে যে খুনের ঘটনার ক্ষেত্রে প্রায় ৫০ শতাংশ অপরাধপ্রবণতা আমরা কমিয়েছি। আগামীতেও অন্যান্য অপরাধের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সাফল্য আশা করছি।