কালিয়াগঞ্জের শ্রীকলনীর শ্রী শ্রী লোকনাথ মন্দিরের ৩০তম চারদিন ব্যাপী মহামিলন উৎসবের সূচনা
1 min readকালিয়াগঞ্জের শ্রীকলনীর শ্রী শ্রী লোকনাথ মন্দিরের ৩০তম চারদিন ব্যাপী মহামিলন উৎসবের সূচনা
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)–গত শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শ্রীকলোনিতে ৩০তম শ্রী শ্রী লোকনাথ মন্দিরের মহা মিলন উৎসবের সূচনা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের মধ্য দিয়ে।স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ প্রকাশ রায় ডাঃ অনিকেত চ্যাটার্জির উপস্থিতিতে।ঐ দিন সন্ধ্যায় শঙ্খ ধ্বনি ও প্রদীপ প্রজ্বলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ঐ দিন আবৃত্তি প্ৰর্তিযোগীতার অনুষ্ঠান হয়।৮ই ফেব্রুয়ারীতে বাবা লোকনাথে প্রতিকৃতি অঙ্কন প্ৰর্তিযোগীতা অনুষ্ঠিত হয়।ঐদিন সন্ধ্যায় ধর্মীয় সঙ্গীতের উপর নৃত্যনুষ্ঠান সবার মন কারে।৯ই ফেব্রুয়ারী সকালে বাবা লোকনাথের প্রতিকৃতি সহ বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে অভিষেক বারি আনা ও বাবার পাদুকার অভিষেক হয়।এক বর্ণাঢ্য শোভা যাত্রা কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয়।
বাবা লোক নাথের আবক্ষ মূর্তিকে সজ্জিত রথে পরিক্রমা করে।যার খোদ স্নারথী ছিল কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক পাল।শোভা যাত্রায় ছিলেন শ্রী কলোনির বাবা লোক নাথ মন্দিরের কর্নধার পরিতোষ দে, অরুন মোদক, ছোটন ভট্টাচার্য,বিজয় দে, দিলীপ কুন্ডু,নিখিল কুন্ডু,গোপাল ভদ্র সহ বহু বিশিষ্ট জনেরা। সন্ধ্যায় কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত পাল ও তার সম্প্রদায়ের ধর্মমূলক ও ভক্তিগীতির সঙ্গীতের অনুষ্ঠান
উপস্থিত স্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে।বাবা লোকনাথের গান এক কথায় অসাধারন বলা যায়।সন্ধ্যায় প্রচুর মানুষের অংশগ্রহণ যেন লোকনাথ ধামে পরিণত হয়।
১০ই ফেব্রুয়ারী ৩০তম বার্ষিক মহা মিলন উৎসবের সমাপ্তি দিবসে সোমবার বাবার প্রসাদ বিতরণ করা হবে।