October 23, 2024

কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নামযজ্ঞ সমিতির উদ্যোগে ৬৭তম মহা মিলন উৎসব শুরু বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে

1 min read

কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নামযজ্ঞ সমিতির উদ্যোগে ৬৭তম মহা মিলন উৎসব শুরু বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির উদ্যোগে মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ৬৭তম মহা মিলন উৎসবের সূচনা হল শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে।সকালের শোভাযাত্রায় পা মেলান

কালিয়াগঞ্জের কয়েক হাজার ভক্তপ্রাণা মানুষের সাথে কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।৫১টি শ্রীখোলের ধ্বনির সাথে অসংখ্য মহিলাদের অংশগ্রহণ সহ মহাপ্রভুর পাদুকা নিয়ে কালিয়াগঞ্জের সারা শহর পরিক্রমা করা হয়।কমিটির সম্পাদক দুলাল কুন্ডু জানান রবিবার ভোর ৬টা থেকে ৮৮ প্রহর ব্যাপী “তারকব্রম্ম মহা নাম যজ্ঞ শুরু হয়ে তা আগামী ২০-২-২০ বৃহস্পতিবার মহানামের বিরতির পর নগর পরিক্রমা

এবং কুঞ্জভঙ্গ পরিবেশনের পর দুপুরে মহাপ্রসাদ বিতরণ হবে।গত ২১শে মাঘ বুধবার থেকে ২৪শে মাঘ শনিবার পর্যন্ত চলে কলকাতার স্বনামধন্য ভাগবত সুধাকর শ্রী পার্থ সারর্থী গোস্বামী ও তার সম্প্রদায়ের ভাগবত পাঠের আসর।যা ভক্তগনকে মন্ত্রমুগ্ধ করে রাখে।জানা যায়

এই মহা নাম সনকীর্তনে বারাসত, বর্ধমান,কলকাতা,আসানসোল, রাজমহল,পাঞ্জিপাড়া সহ মোট ১৩টি বিখ্যাত নাম সংকীর্তনের দল এই আসরে ১১দিন ধরে অবিরাম নামকীর্তন গেয়ে যাবেন।এই মহামিলন উৎসবকে কেন্দ্র করে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরকে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে।

যা কিনা বৃন্দাবন ধামে পরিণত হয়েছে।এই উপলক্ষে নাটমন্দির চত্বরে দীর্ঘ ১১দিন ধরে বিশাল মেলার আয়োজন করা হয়েছে।

কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক পাল বলেন উত্তরবঙ্গের মধ্যে কালিয়াগঞ্জের সবথেকে বড় দ্রষ্টব্যস্থান হয়ে উঠতে চলেছে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির।এই উৎসব শেষ হলেই শুরু হয়ে যাবে নাটমন্দিরে বিশাল কর্ম্ম যজ্ঞ।উত্তরবঙ্গের মধ্যে একটি দর্শনীয় নাট মন্দির করবার প্রচেষ্টা আমরা নিয়েছি।

নাট মন্দির কমিটির অন্যতম কর্নধার তথা কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা বলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা কার্তিক পাল যে ভাবে নাট মন্দিরকে সাজিয়ে তোলার প্রচেষ্টা নিয়েছে যা এক কথায় অভাবনীয় ও অভিনন্দন যোগ্য প্রয়াস।তিনি উৎসবকে সাফল্যমন্ডিত করবার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *