December 22, 2024

কালিয়াগঞ্জে সম্প্রীতির ক্রিকেট খেলায় রায়গঞ্জ পুলিশ একাদশ চ্যাম্পিয়ন

1 min read

কালিয়াগঞ্জে সম্প্রীতির ক্রিকেট খেলায় রায়গঞ্জ পুলিশ একাদশ চ্যাম্পিয়ন

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–শনিবার কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব মাঠে সম্প্রীতির ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় রায়গঞ্জ পুলিশ একাদশ। রানার্স হয় কালিয়াগঞ্জ পৌরসভা একাদশ ।

টসে জিতে রায়গঞ্জ পুলিশ একাদশ ১২ ওভারে ৭,ইউকেট হারিয়ে ১১৯ রান করে।কালিয়াগঞ্জ পৌর একাদশকে জেতার জন্য টার্গেট রাখে ১২০ রান।অপরদিকে কালিয়াগঞ্জ পৌরসভা একাদশ ১২ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১০৯ রান তোলে।

রায়গঞ্জ পুলিশ একাদশ জয়ী হয় ১০ রানে।খেলায় ম্যান অফ দি ম্যাচ হয় জেলার পুলিশ একাদশের মনোজ মাহাতো। পুলিশ একাদশের খেলায় অংশগ্রহন করেন

পুলিশ সুপার সুমিত কুমার ,উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এবং কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই।অপর দিকে কালিয়াগঞ্জ পৌর একাদশের খেলায় অংশগ্রহণ করেন কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক পাল ও পৌর সভার নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস।বিজয়ী রায়গঞ্জ পুলিশ একাদশের ক্যাপ্টেন তথা পুলিশ সুপার সুমিত কুমার ও

উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনার হাতে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।রানার্সের ট্রফি তুলে দেন কালিয়াগঞ্জ পৌর একাদশের ক্যাপ্টেন পৌরপিতা কার্তিক পালের হাতে

 

জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ও পুলিশ সুপার সুমিত কুমার।কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাবের ক্রিকেট খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল টান টান উত্তেজনা।খেলায় অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়দের হাতে একটি করে মোমেন্টো উপহার তুলে দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফোনিং ,কালিয়াগঞ্জ পৌর সভার উপ-পৌরপিতা বসন্ত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *