December 22, 2024

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম আন্তর্জাতিক আলোচনা চক্র-

1 min read

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম আন্তর্জাতিক আলোচনা চক্র-

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-– প্রবাহমান বাংলা চর্চা ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম আন্তর্জাতিক আলোচনা চক্র।

 

আলোচনা চক্রের মূল বিষয় ছিল ” দ্বিশত জন্ম জয়ন্তিতে শ্রদ্ধার্ঘ “পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ও মনস্ব অক্ষয় কুমার দত্ত।আয়োজক সহযোগিতায় ছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ফকলোর স্টাডিজ ও বাংলা বিভাগ।

আলোচনা চক্রের উদ্বোধন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অনিল ভূঁই মালি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদ অধ্যাপক কালিশঙ্কর তিওয়ারী। এদিনের অনুষ্ঠানের সূচনা হয় সেন্টার ফর ফোকলোর স্টাডিজের অধিকর্তা তথা কলা বানিজ্য ও আইন অনুষদ অধ্যাপক দীপক কুমার রায়ের স্বাগত ভাষণের মধ্য দিয়ে।উক্ত আলোচনা চক্রে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের কলা

অনুষদ মীর রেজাউল করীম,কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সনত কুমার নস্কর,ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ অধ্যাপক তপন মন্ডল,রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমিরেটাস প্রফেসর অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী। এদিন প্রবহমান বাংলা চর্চার গ্রন্থ উন্মোচন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনিল ভূঁইমালি।দ্বি দিবসিয় আলোচনা চক্রে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মঞ্জুলা বেরা ,

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌরেন বন্দোপাধ্যায়,বাংলা দেশ থেকে আগত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিব-উর-রহমান,ঢাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আগত অধ্যাপক সামস আলদীন।এ ছাড়াও বক্তব্য রাখেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক লায়েক আলী খান,অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেলা দাস,কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রণব ভট্টাচার্য।দ্বিতীয় দিনের আলোচনাকে চারটি কক্ষে ভাগ করা হয়।এই চারটি কক্ষের নাম রাখা হয় যথাক্রমে আব্বাসউদ্দীন মঞ্চ,মনীষী পঞ্চানন বর্মা মঞ্চ,ডাঃ বৃন্দাবন বাগচী মঞ্চ ও কবি ভানুভক্ত মঞ্চ।এই আলোচনা চক্রের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে নবচেতনার আলোকে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগ ও অক্ষয় কুমার দত্তকে চেনার ও জানার অবকাশ আসে।বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের আলোচনা চক্র ও প্রবহমান বাংলা চর্চার উদ্দ্যোগে সাযুজ্য বিষয়ে গ্রন্থ সংকলন এক অভিনব মাত্রার অধিকারী।

 

7 thoughts on “রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম আন্তর্জাতিক আলোচনা চক্র-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *