চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের মৌন মিছিল
1 min readচোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের মৌন মিছিল
সুবল গোপ, চোপড়া:- ৬ফেব্রুয়ারি:- মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বৃহস্পতিবার চোপড়ায় NRC,NPR এবং CAA এর বিরুদ্ধে একটি মৌন মিছিল বের করা হয় । বিকেল তিনটার দিকে দলীয় নেতা কর্মীরা মুখে কালো কাপড়
বেঁধে বিশাল মিছিলটি চোপড়া বাজার হয়ে বাস স্ট্যান্ড হয়ে গোটা চোপড়া পরিক্রমা করেন ।এই মৌন মিছিলে অংশ নেন, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান,চোপড়া ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ ,ব্লক যুব সভাপতি জাকির আবেদীন ,পঞ্চায়েত সমিতির সভাপতি আজহার উদ্দিন ,যুব নেতা হাসান কামাল রানা ,শ্রমিক নেতা কালু সিংহ প্রমুখ ।