কালিয়াগঞ্জ পৌর ভলিবলে চ্যাম্পিয়ন পশ্চিম দুর্গাপুর একাদশ-তপন চক্রবর্ত-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)
1 min readকালিয়াগঞ্জ পৌর ভলিবলে চ্যাম্পিয়ন পশ্চিম দুর্গাপুর একাদশ-
তপন চক্রবর্ত-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিযাগঞ্জে পৌর উৎসবের অঙ্গ হিসাবে ভলিবল ফাইনালে তিলগাঁও একাদশকে ২৫-২০ ২৫-১৬ পয়েন্টসে হারিয়ে পশ্চিম দুর্গাপুর চ্যাম্পিয়ন হয়।একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্টে সুমিত ও শিবানন্দ জুটি চ্যাম্পিয়ন হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।উপস্থিত ছিলেন।উপ-পৌরপিতা বসন্ত রায়, পৌর উৎসব কমিটির যুগ্ম সম্পাদক চন্দন চক্রবর্তী,বিভূ ভূষণ সাহা,পৌর নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস ক্রীড়া সম্পাদক সান্তনু দেবগুপ্ত, উত্তম ভট্টাচার্য,নারায়ণ দাস,চন্দন ঘোষ।খেলা শেষে ভলিবল খেলার চ্যাম্পিয়ন ও রানার্সদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক তপন দেবসিংহ সহ উপস্থিত বিশিষ্টজনেরা।জানা যায় ভলিবল প্রতিযোগিতায় মোট ৯টি দল এবং ব্যাডমিন্টন প্রতিযোগী তায় ২০ টি দল অংশগ্রহণ করে।।পাশাপাশি কালিয়াগঞ্জের তিন প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড় যথাক্রমে অনিল বিশ্বাস( কাটু দা),অশোক জালান এবং অতিন বিশ্বাসকে সম্বর্ধনা দেওয়া হয়।