কালিয়াগঞ্জে এন আর সি,সিএএ ও এন পি আরের বিরুদ্ধে তৃণমূলের মৌন মিছিল
1 min readকালিয়াগঞ্জে এন আর সি,সিএএ ও এন পি আরের বিরুদ্ধে তৃণমূলের মৌন মিছিল
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--বৃহস্পতিবার বিকেলে কালিয়াগঞ্জ শহর তৃণমল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিবেকানন্দ মোড়ের অফিসের সামনে থেকে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে কালিয়াগঞ্জ শহরে এন আর সি, সিএ এ ও এন পি আরের বিরুদ্ধে মৌন মিছিলের
কর্মসূচি নেয়।মৌন মিছিলের পুরোভাগে ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,কালিয়াগঞ্জ পৌর সভার উপ-পৌরপিতা বসন্ত রায়,তৃণমূল নেতা কমল ঘোষ ,
কালিয়াগঞ্জ পৌরসভার দমস্ত কাউন্সিলার সহ তৃণমূলের সর্বস্তরের সমর্থক ও কর্মীরা।মৌন মিছিলটি সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করার পর পুনরায় বিবেকানন্দ মোড়ের তৃণমূল অফিসের সামনে গিয়ে শেষ হয়।