December 22, 2024

কালিয়াগঞ্জ পরশ সমাজ কল্যাণ সমিতি কর্তৃক দুস্থ্য ছাত্র ছাত্রীদের মধ্যে পুস্তক প্রদান-

1 min read

কালিয়াগঞ্জ পরশ সমাজ কল্যাণ সমিতি কর্তৃক দুস্থ্য ছাত্র ছাত্রীদের মধ্যে পুস্তক প্রদান

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–সম্প্রতি কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ায় কালিয়াগঞ্জ “পরশ” সমাজ কল্যাণ সমিতি ৩০ জন দুস্থ ছাত্র ছাত্রীদের মধ্যে পুস্তক প্রদান করে।”পরশ” সমাজ কল্যাণ সমিতির সভাপতি চন্দন কুমার মোদক বলেন তাদের সমাজ কল্যাণ সমিতি কয়েক বছর ধরে সমাজের দুস্থ্যদের জন্য কাজ করে চলেছে।

সংস্থার সম্পাদক আশীষ সাহা বলেন “,পরশ” সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে আমরা কালিয়াগঞ্জ ও আশে পাশের গ্রামের গরীব স্কুল পড়ুয়াদের সাধ্যমত সাহায্য দিয়ে আসছি।আমাদের অঙ্গীকার আমরা সমাজের দুস্থ্য মানুষের জন্য কিছু কাজ করবার জন্যই

এই “পরশ” নামে সমাজ কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেছি।এই সমিতি যাতে দুস্থদের জন্য কিছু করতে পারে তার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্বল ভট্টাচার্য,

জয়দেব দাস,দীনেশ মন্ডল, উৎপল কুন্ডু,নিখিলেশ সাহা এবং মাধব চন্দ্র কুন্ডু।জানা যায় ইতিমধ্যেই কালিয়াগঞ্জের সমাজসেবা মূলক সংস্থা “পরশ”স্বল্প সময়ের মধ্যে যথেষ্ট সুনাম অর্জন করতে সমর্থ হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *