October 23, 2024

রাজের মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি,কারন তিনিই লোকসভায় নাগরিকত্ব সংশোধন করবার পক্ষে জোরদার সওয়াল করেছিলেন– রন্তিদেব

1 min read

রাজের মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি,কারন তিনিই লোকসভায় নাগরিকত্ব সংশোধন করবার পক্ষে জোরদার সওয়াল করেছিলেন– রন্তিদেব

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-–আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি।কারন এই মমতা বন্দ্যোপাধ্যায় লোক সভায় একদিন সরব হয়েছিলেন অবিলম্বে দেশে নাগরিকত্ব বিল সংশোধন করতে হবে।কারন হিসাবে বলেছিলেন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে প্রতিদিন বাংলাদেশি অনুপ্রবেশকারীরদের পশ্চিমবঙ্গে ঢুকিয়ে তাদের ভোট ব্যাঙ্ক মজবুত করছে।অবিলম্বে নাগরিকত্ব আইন না করলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কারনে এই রাজ্যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।

।তাই অবিলম্বে ভারতবর্ষের সর্বত্র নাগরিকত্ব সংশোধন আইন পাশ করাতেই হবে।তিনিতো আমাদের কথাই অনেক আগেই অনুভব করে লোকসভায় জোরদার সওয়াল করেছিলেন।তার জন্যই আমি টসকে শ্রদ্ধা করি।কারন তিনি সঠিক কথাই লোকসভায় তুলে ধরেছিলেন।কিন্তু আজ কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় অন্য সুর?আসলে বামফ্রন্ট সেই সময় অনুপ্রবেশ কারীদের দিয়ে যে ভোট করিয়ে নিত এখন বামফ্রন্টের সেই সুবিধা তিনি নিজে গত ২০১১সাল থেকে নিয়ে আসছে।তাই এখন আর নাগরিকত্ব সংশোধন আইনের প্রয়োজন নেই তার সরকারকে টিকিয়ে রাখার কারণেই।

সোমবার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের উদ্দ্যোগে নাগরিকত্ব আইনেরস্বরূপ ও তার প্রাসঙ্গিকতা নিয়ে সভায় বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত প্রধান বক্তা হিসেবে এই কথাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের উদ্দেশ্যে বলেন। রন্তিদেব বাবু বলেন নাগরিকত্ব বিল নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেবার হাজার চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী কেন কারো ক্ষমতা নেই এই আইনকে বাতিল করার।তিনি বলেন এখনকি তাহলে মুখ্যমন্ত্রী বলতে পারবেন এই রাজ্যে বাঙলাদেশ থেকে কোন অনুপ্রবেশকারী আসছে না?বিজেপি নেতা বলেন দেশের নাগরিকত্ব আইন কারো নাগরিকত্ব কেড়ে নেবার জন্য তৈরী হয়নি।দেশের মানুষকে নাগরিকত্ব দেবার জন্যই এই আইন বলবৎ করা হয়েছে ভারতবর্ষে।এই সভায় অপর বক্তারা ছিলেন রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক দেবাশীষ বিশ্বাস,অধ্যাপক বাবুলাল বালা।উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ বিজেপির নেতৃত্বরা।সভায় উপস্থিত দর্শকদের কাছ থেকেও তাদের মতামত শোনা হয়।উপস্থিত দর্শকেরা প্রশ্নের মাধ্যমে সঠিক উত্তর তারা নাগরিকত্ব আইন সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য জানতে পারেন।সভায় নজমু নাট্য নিকেতন মঞ্চ কানায় কানায় পরিপূর্ণ ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *