কাবাডিতে লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবন দুয়ারিন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জেলায় চ্যাম্পিয়ন-
1 min readকাবাডিতে লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবন দুয়ারিন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জেলায় চ্যাম্পিয়ন-
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)— রায়গঞ্জে অনুষ্ঠিত শীতকালীন বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় বালক বিভাগে কাবাডি টিম গেমসে লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবন ১২ পয়েন্টসে ইসলামপুর মহকুমার দুয়ারিন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জেলায় চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে।
খেলার প্রথমার্ধে সমান সমান পয়েন্টস পাওয়ায় খেলাটি ড্র হয়ে যায়।পরবর্তীতে অতিরিক্ত সময়ের খেলায় ১২ পয়েন্টসে দুয়ারিন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে লক্ষীপুর মহিমচন্দ্র বিদ্যাভবন চ্যাম্পিয়ন হয়।লক্ষীপুর মহিমচন্দ্র বিদ্যাভবনের প্রধান শিক্ষক সুজিত পাল বলেন
তার বিদ্যালয়ের গৌরব বৃদ্ধির পেছনে যাদের ভূমিকা কোন ভাবেই অস্বীকার করা যায়না তারা হলেন ক্রীড়া শিক্ষক জগন্নাথ রায়,প্রদীপ সরকার এবং নির্মল কুমার রায়। বিদ্যালয়ের ছাত্রদের সাথে সেই সমস্ত শিক্ষকদের তিনি অভিনন্দন জানিয়েছেন।