December 22, 2024

ক্রীড়া বাজেট ক্রীড়া বিদদের উৎসাহ দেবার পরিবর্তে নিরুৎসাহিত করলো বাজেট বরাদ্দ কমিয়ে

1 min read

ক্রীড়া বাজেট ক্রীড়া বিদদের উৎসাহ দেবার পরিবর্তে নিরুৎসাহিত করলো বাজেট বরাদ্দ কমিয়ে

তপন চক্রবর্তী -কালিয়াগঞ্জ (উত্তর দিনাজপুর)–ক্রীড়াবিদদের মোদি সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট নিয়ে অনেকের অনেক স্বপ্ন থাকলেও কেন্দ্রের অর্থ মন্ত্রী নির্মলা সিতারমন কারো স্বপ্নই পূরণ করতে পারেনি।অর্থ মন্ত্রী দেশের ক্রীড়া বিদদেরও উৎসাহ দেবার পরিবর্তে হতাশ করলেন।

এই বাজেটকে শুধু দিশাহীন বললেও ভুল বলা হবে। সাধারণ মানুষের উপকারে এই বাজেট কোন কাজেই লাগবেনা।এই বাজেটে কর্মহীনদের কোন আশার আলো দেখাতেতো পারেনি।শুধু তাই নয় এবারের ক্রীড়া বাজেটে ভারতবর্ষের খেলা ধুলাকে এই সরকার কোন গুরুত্ব না দিয়ে মাত্র ৫০কোটি টাকা বাড়িয়েছে।গত আর্থিক বছরে ক্রীড়া বাজেট ছিল ২৮২৬-৯২কোটি টাকা।জানা যায় খেলা ধুলার ব্যাপারে মোদি সরকারের তেমন উৎসাহ নেই তার প্রমান এবারের বাজেটে সপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া(সাই)র

জন্য বাজেট কমানো হয়েছে।যেখানে গত আর্থিক বছরে ৬১৫কোটি টাকা ছিল, এবার সেই অর্থ কমিয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে।খেলা ধুলার উন্নতি না চাইবার কারণেই সরকার এই ধরনের বাজেট করেছে। শুধু এখানেই শেষ নয় ক্রীড়াবিদদের উৎসাহ ভাতাও কমিয়ে দিতে মোদি সরকার একবারের জন্যও ভাবেনি।যেখানে বিগত আর্থিক বছরে দেশের ক্রীড়া বিদদের উৎসাহ ভাতা দেবার জন্য

বাজেট বরাদ্দ ছিল ১১১কোটি।সেখানে উৎসাহ ভাতা বাড়ানোতো দূরের কথা এবার সেখানেও কাটছাট করে মাত্র ৭০কোটি বাজেটে রাখা হয়েছে।কেন্দ্রের মোদি সরকার ভেবেই নিয়েছে ভারত খেলা ধুলার ক্ষেত্রে বিশ্বের অনেক দেশকেই টেক্কা দিচ্ছে এই সরকারের আমলে।আসলে এই সরকার বোধ হয় খেলা ধুলার কোন খোঁজ খবরই রাখেনা।যদি রাখতো তাহলে ক্রীড়া বাজেট কখনই কমাতে পারতোনা।তা ছাড়া ক্রীড়া মন্ত্রী যেমন কোন খেলার সাথে যুক্ত না থেকেই মন্ত্রী হয়েছেন।তাই তার এসব ব্যাপারে কোন খোঁজ খবর রাখারই বা কোন প্রয়োজন টা আছে?আর যার জন্য ভারতবর্ষের খেলার ধুলার মান দিন দিন তলানিতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *