যাত্রীক নাট্যউৎসবে নাট্য ব্যক্তিত্ব দীপক পাল সম্বর্ধিত
1 min readযাত্রীক নাট্যউৎসবে নাট্য ব্যক্তিত্ব দীপক পাল সম্বর্ধিত
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--শনিবার উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে যাত্রীক নাট্য উৎসব মঞ্চে কালিয়াগঞ্জের যাত্রীক নাট্য গোষ্ঠী কালিয়াগঞ্জের প্রবীণ নাট্য ব্যক্তিত্ব দীপক পালকে সম্বর্ধনা দিল।নাট্য ব্যক্তিত্ব দীপক পালকে উত্তরীয় পরিয়ে তার হাতে ফুলের স্তবক ও সংশাপত্র তুলে দেন যাত্রিক নাট্য গোষ্ঠীর কর্নধার নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী এবং
নাট্যকর্মী বিজন সাহা।যাত্রিক নাট্য গোষ্ঠীর কাছ থেকে সম্বর্ধিত হবার পর নাট্য ব্যক্তিত্ব দীপক পাল বলেন একটি দীর্ঘদিনের নাট্য সংস্থা যাত্রিকের কাছ থেকে সম্বর্ধনা পেয়ে তিনি গর্ববোধ করছেন।দীপক পাল বলেন সম্বর্ধনা মানুষকে উৎসাহ যোগায় এবং কাজ করবার প্রেরণা দেয়।
আমার ক্ষেত্রেও তাই হয়েছে।যাত্রিকের কর্নধার নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী(গোড়া) বলেন কালিয়াগঞ্জের দীর্ঘদিনের আমাদের নাট্য ব্যক্তিত্বকে সম্বর্ধনা দিতে পেরে আমরা গর্বিত ও গর্ববোধ করছি।আমরা দীপক পালের কাছ থেকে আরো অনেক নাটক দেখে সমৃদ্ধ হব।সম্বর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ,কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল,জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ এবং নাট্য উৎসবের উদ্বোধক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডঃ নুরুল মুর্তাজা।