নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বাড়ি বাড়ি প্রচার করল বিজেপি ইটাহারে
1 min readনাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বাড়ি বাড়ি প্রচার করল বিজেপি ইটাহারে
বর্তমানের কথা ইটাহার নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বাড়ি বাড়ি প্রচার করলেন ইটাহার এর
দুর্গাপুর অঞ্চলের বেকি ডাঙ্গা, মহাসুনডা ও বেলুন গ্রামে।এই প্রচারে উপস্থিত ছিলেন ইটাহার এর বিজেপি ২৪ নং মন্ডল এর সভাপতি সীতেন্দ্র নাথ বর্মন এবং
মন্ডলের জেনারেল সেক্রেটারি বিমল বর্মন ও অবনী দাস । এই Caa সম্পর্কে মন্ডল সভাপতি বলেন যে এই আইন নাগরিক দেওয়ার আইন, কেড়ে নেওয়ার নয়.. অযথা কেউ বিভ্রান্ত হবেন না, বিরোধীরা এর অপপ্রচার চালাচ্ছে নিজেদের ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য।