October 23, 2024

রাধিকাপুর এ বিধায়ক তপন দেব সিংয়ের ঝটিকা সফরে উন্নয়নের ধামাকা।

1 min read

রাধিকাপুর এ বিধায়ক তপন দেব সিংয়ের ঝটিকা সফরে উন্নয়নের ধামাকা।

তনময় চক্রবর্তী। শহরের আদলে এবার গ্রামে ও শুরু হলো উন্নয়নমূলক কাজ কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক তপন দেব সিংহের   উদ্যোগে। আজ তারই লক্ষ্যে ঝটিকা সফরে গিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত

বাংলাদেশের সীমান্তবর্তী রাধিকাপুর এ আগামী দিনের কি উন্নয়ন করা যায় সে ব্যাপারে খতিয়ে দেখলেন।

 

প্রথমেই তিনি চলে যান পূর্ত দপ্তর এর আধিকারিক কে সঙ্গে নিয়ে বিধায়ক  রাধিকাপুর এ শিশু উদ্যান এ।সেখানকার সামগ্রিক পরিস্থিতি দেখে তিনি জানান বিগত দিনে এখানে যে পার্কটি হয়েছে তাতে আরো অনেক কাজ বাকি রয়েছে। সে কাজগুলো  রাজ্যের পরিবহন দপ্তর এর এক কোটি টাকায় পূর্ত দপ্তরের মাধ্যমে সম্পন্ন করা হবে। তিনি বলেন রাধিকাপুর একটি পিকনিক স্পট। তাই এখানকার সৌন্দর্যায়ন একটু আলাদা রকম ভাবে করতে হবে। কারণ এখানে প্রচুর মানুষ আসে শীতের দিনে পিকনিক করতে। তাছাড়াও বছরের অন্যান্য সময় প্রচুর মানুষ আসে এখানে পার্কে তাদের শিশুদের কে সঙ্গে নিয়ে। তাই পার্কের উন্নয়ন এখানে আগে দরকার। এর পাশাপাশি বিধায়ক আরো বলেন এখানে যে ভাবে নতুন করে পার্কের কাজ হবে তা হেমতাবাদের সেভ ড্রাইভ সেভ লাইফ এর আদলে করা হবে।তিনি বলেন তিনি বিধায়ক হওয়ার পর বেশ কিছু রাধিকাপুর এর উন্নয়নের স্বার্থে প্রপোজাল রাজ্য সরকারের কাছে পাঠিয়েছিলেন সেই মোতাবেক রাজ্য সরকার এক এক করে সব অনুমোদন করছেন। তারই মধ্যে রয়েছে রাধিকাপুর এই পার্ক। আজকে যখন রাধিকাপুর এ যান বিধায়ক তখন তার সঙ্গে ছিলেন রাজ্য পরিবহন দফতরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিলীপ লাল আইচ, বিডিও প্রসূণ কুমার ধারা , পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার , অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার, বিশিষ্ট সমাজসেবী বাপ্পা সরকার সহ আরো অনেকে।  বিধায়কের এই ধরনের উদ্যোগে খুশির রাধিকাপুর এর মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *