October 23, 2024

আগামী মার্চ মাসে কালিয়াগঞ্জ বই মেলাকে সবার সহযোগিতায় উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বই মেলা করা হবে-

1 min read

আগামী মার্চ মাসে কালিয়াগঞ্জ বই মেলাকে সবার সহযোগিতায় উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বই মেলা করা হবে-

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–সোমবার কালিয়াগঞ্জ পৌরসভায় এ ডি এম রীনা জোশির পৌরহিত্যে এবারের উত্তর দিনাজপুর ২৫তম বই মেলা কালিয়াগঞ্জে করবার সিধান্ত নেওয়া হয়।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক চন্দ্র আসল বলেন দীর্ঘদিন পরে জেলা প্রশাসন কালিয়াগঞ্জে বই মেলা করবার সিধান্ত নেবার জন্য জেলা প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান।

পৌরপিতা কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জে যখন বই মেলা করবার সিধান্ত নেওয়া হয়েছে তখন বই মেলাকে সবার সহ যোগীতায় উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বই মেলা করে আমরা দেখাবো।আমরা আপনাদের সবাইকে এ ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছি।পৌরপিতা কার্তিক পাল বলেন বই মেলা উদ্বোধন করবার জন্য রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে প্রাথমিক কথা তার হয়েছে।কলকাতায় গিয়ে তার সাথে কথা বলে তাকে

দিয়ে উদ্বোধন করানো যায় তার চেষ্টা তিনি করবেন।অতিরিক্ত জেলা শাসক রীনা জোশী বলেন কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পালকে সমস্ত ধরনের কমিটি তৈরী করে আগামী ১৫ই জানুয়ারীর মধ্যে তার কাছে সমস্ত রিপোর্ট পাঠাতে বলেন।জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন বলেন বই মেলাকে সফল করতে তিনি সবার সহযোগিতা চান বলে জানান।ইসলামপুর পৌর সভার পৌর পিতা কানাইযালাল আগরওযাল বলেন বই মেলা কমিটি এমন ভাবে করতে হবে যাতে প্ৰকৃত কাজ করতে পারে তেমন মানুষকে রাখার প্রস্তাব দেন।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ বলেন কালিয়াগঞ্জে বই মেলা এর আগেও হয়েছে।তাই বই মেলা করবার অভিজ্ঞতা আছে।কালিয়াগঞ্জের বই মেলা একটি সফল বই মেলা হবে এব্যাপারে এ ব্যাপারে কোন সন্দেহ নেই।বই মেলা প্রথম মিটিংয়ে উপস্থিত ছিলেন বই মেলার কর্নধার কেয়া চৌধরী,রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান তিলক চৌধুরী,জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার,কালিয়াগঞ্জের উপ-পৌরপিতা বসন্ত রায়,তৃণমূল নেতা নিতাই বৈশ্য,ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা,অধ্যাপক সৌরেন বন্দোপাধ্যায় সহ বিভিন্ন নাট্য সংস্থার সদস্য,বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সদস্য বিভিন্ন বুদ্ধিজীবী মহলের মানুষজন।আগামী ১লা মার্চ থেকে বই মেলা চলবে ৭ই মার্চ পর্যন্ত কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *