December 5, 2024

মালদা হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪৩ তম পুষ্প প্রদর্শনী

1 min read

মালদা হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪৩ তম পুষ্প প্রদর্শনী

মালদা হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪৩ তম পুষ্প প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার বিকেলে।মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যান এর বোটিং কমপ্লেক্সে এই পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়।

ফিতে কেটে পুষ্প প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংলিশ বাজার পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ রাধা গোবিন্দ ঘোষ, হর্টিকালচার অ্যাসোসিয়েশনের সভাপতি, শুভেন্দু প্রামানিক, সম্পাদক দীপক দাম, পুষ্প প্রদর্শনী কমিটির আহ্বায়ক মলয় সাহা,

সদস্য কমলেশ বিহানি, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, উজ্জ্বল ভদ্র সহ অন্যান্য অতিথিরা।২৮ ডিসেম্বর থেকে এই পুষ্প প্রদর্শনী চলবে ১ জানুয়ারি ২০২০ পর্যন্ত।বিভিন্ন ধরনের ফুল, পাতা বাহার, বিভিন্ন ধরনের ফল, সব্জি বনসাই ও ক্যাকটাস এর ১১৪৭ টব নিয়ে ১১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই পুষ্প প্রদর্শনীতে।পুষ্প প্রদর্শনী কমিটির আহ্বায়ক মলয় সাহা জানান, পুষ্প প্রদর্শনী প্রাঙ্গণে রক্তদান শিবির, অঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পুষ্প প্রদর্শনীর অনুষ্ঠান মঞ্চে।তিনি বলেন,২৮ ডিসেম্বর থেকে এই পুষ্প প্রদর্শনী চলবে ১ জানুয়ারি ২০২০ পর্যন্ত।বিভিন্ন ধরনের ফুল, পাতা বাহার, বিভিন্ন ধরনের ফল, সব্জি বনসাই ও ক্যাকটাস এর ১১৪৭ টব নিয়ে ১১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই পুষ্প প্রদর্শনীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *