প্রজাতন্ত্র দিবসে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক জেলায় ১০০ দিনের কাজে সেরার সম্মান পেল
1 min readতপন চক্রবর্তী (বর্তমানের কথা) :৬৯তম প্রজাতন্ত্র দিবসের দিনে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার জেলা প্রশাসন জেলার ৯টি ব্লকের মধ্যে কালিয়াগঞ্জ ব্লক কে ১০০দিনের কাজের ব্যাপক সাফল্যের জন্য কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ জাকারিয়ার হাতে সেরার সম্মান তুলে দিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক আয়েশা রানী এ ।শুক্রবার প্রজাতন্ত্র দিবসের মঞ্চে কালিয়াগঞ্জ ব্লকের প্রশাসনিক আধিকারিকদের হাতে এই সম্মান তুলে দিলে
ব্যাপক খুশির জোয়ার বয়ে যায় কালিয়াগঞ্জে ।জানা যায়,কালিয়াগঞ্জ ব্লকে ১০০ দিনের কাজে ৫লক্ষ ৪৫ হাজার ৫০৮ শ্রম দিবস সৃষ্টি করে।এই কাজে শ্রমিকদের মজুরি ব্যাবদ খরচ হয়েছে আনুমানিক ১০ কোটি টাকা।জানা যায়, কালিয়াগঞ্জ ব্লকে ১০০ দিনের কাজের জন্য সেরা সম্মান পাচ্ছে রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত,হেমতাবাদ ব্লকে চইনগর গ্রাম পঞ্চায়েত,ইটাহার ব্লকে দুর্লভপুর গ্রাম পঞ্চায়েত,রায়গঞ্জ ব্লকে বির্ঘই গ্রাম পঞ্চায়েত ,করণদীঘি ব্লকে বাজার গাঁও ,গোয়ালপুকুর ১ নম্বর ব্লকে খাগর পঞ্চায়েত ,গোয়ালপুকুর ২নম্বর ব্লকে নিজামপুর গ্রাম পঞ্চায়েত,ইসলামপুরে একদিমটি পঞ্চায়েত এবং চোপড়া ব্লকে চুতিয়া খোর গ্রাম পঞ্চায়েত।এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ জাকারিয়া ও যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস বলেন,এই সম্মান এ তাদের কাজ করবার উৎসাহ ও দায়িত্ব আরো অনেক বেড়ে গেল বলে জানান।