পদ্মাবত সিনেমে জুড়ে থাকা বিতর্কে সিনেমা প্রেমীদের ভীড় উত্তর দিনাজপুরে
1 min readপিয়া গুপ্তা (বর্তমানের কথা) ঃ দীপিকা পাডুকন, শাহিদ কাপুর ও রণবীর সিং অভিনীত বহু চর্চিত সিনেমা পদ্মাবত নিয়ে চাপা উত্তেজনা ছিল। তবে বাংলার সিনেমা পাগল রা এসবের তোয়াক্কা না করেই প্রজাতন্ত্র দিবসে স্বপ্না সিনেমা হলে আম জনতা তিনটে শো জমিয়ে দেখল সঞ্জয় লীলা ভংসালী পরিচালিত পদ্মাবত।এদিন উত্তর দিনাজপুরে সিনেমা হল গুলিতে এই ছবি দেখতে আসা দর্শক দের ভীড় ছিল চোখে পড়ার মত।সিনেমা জগতের পাতায় পশ্চিমবঙ্গের নাম সবার উপরে। তবুও পদ্মাবত নিয়ে সংশয় একটা ছিল। এর মধ্যে র সিনেমা প্রদর্শন নিয়ে কড়া সতর্কতা অবলম্বন করেছিল জেলা গুলিতে। শহরের যে সমস্ত পেক্ষাগৃহে পদ্মাবত দেখানো হবে তার সামনে পুলিশি নজরদারি ছিল চোখে পড়বার মতো। প্রজাতন্ত্র দিবসের দিন শহরের বেশকিছু সিনেমা হলের সামনে পুলিশি নিরাপত্তা দেখা দিতে থাকে। শহর ছাড়িয়ে গ্রামীণ এলাকাতেও পরেছে পদ্মাবত সিনেমার পোষ্টার। পদ্মাবতী সিনেমা কে ঘিরে থাকা বিতর্কে যুব সমাজে আরো বেশী কৌতুহল এই সিনেমাকে নিযে । পদ্মাবত পোস্টারের সামনে সেলফি তুলবার ছবিও চোখে পড়ল। সংস্কৃতি প্রেমী বাংলা দেখাল সিনেমা হোক বা সম্প্রদায় সহিষ্ণুতার বরাবরের নিদর্শন এই বাংলা তা আরও একবার প্রমাণিত।