প্রজাতন্ত্র দিবসে দক্ষিণ দিনাজপুর জেলার কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা দিল মহকুমা শাসক
1 min readতপন চক্রবর্তী:কালিয়াগঞ্জ : শুক্রবার ৬৯ টম প্রজাতন্ত্র দিবসে দক্ষিণ দিনাজপুর জেলার কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা দিল গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক দেবাঞ্ন রায় ।এদিন বুনিয়াদপুরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য জয়ী প্রথম স্থানাধিকারী সাইক্লিস্ট জিৎ কর্মকার অনুর্ড বেঙ্গল ক্রিকেটার প্রোদুন্ন সরকার ,রাজীব বিশ্বাস, সুমিত বিশ্বাস সদ্য বাংলার মহিলা দলের সিনিয়র বিভাবে ফুটবল খেলায় সুযোগ পাওয়া অনিতা সরকার ,বুলি সরকার ও মিনি রায় ।এছাড়াও জাতীয় ভলিবল খেলোয়াড় রিমপা সরকারকেও সম্বর্ধনা জানান হয়।বেশ কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত থাকায় তাদের বাবার হাতে সম্বর্ধনা এবং পুরস্কার তুলে দেওয়া হয়।মহকুমা ক্রিয়া সংস্থার প্রাক্তন সম্পাদক বিভূতি চক্রবর্তী বলেন গঙ্গা রাম পুর মহকুমার কৃতি খেলোয়াড় দের মহকুমা শাসক প্রজাতন্ত্র দিবসে সম্বর্ধনা দেওয়ায় শুধু তিনিই নন গঙ্গারামপুর মহকুমার ক্রীড়া প্রেমী মানুষ জন সবাই এই সম্বর্ধনা দেওয়ায় প্রচন্ড খুশি হয়েছে।