December 5, 2024

কালিয়াগঞ্জে প্রজাপিতা ব্রহ্ম কুমারী ঈশ্বরীও বিশ্ব বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন

1 min read


তপন চক্রবর্তী (বর্তমানের কুথা) ঃ রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের চিড়াইল পাড়ায় প্রজাপিতা ব্রহ্ম কুমারী ঈশ্বরিও বিশ্ব বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গের এই সংস্থার প্রধান বি.কে কেশর দি ।অনুষ্ঠানে বিশিষ্ঠ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য প্রদেশ থেকে আগত ডক্টর অজয় শূক্লা রাজস্থানের মাউন্ট আবু থেকে আগত বি.কে পানমল এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত হন উত্তরবঙ্গের সাবজন ইনচার্জ সহ সকল সেন্টার ইনচার্জ গন।জানা যায় সোয়া দুই কাটা জমির উপর ১৫লক্ষ্য টাকা ব্যয়ে এই ঈশ্বরিও বিশ্ববিদ্যালয়টি তৈরি করা হয়।রি বিদ্যালয়টি নির্মাণের জন্য কালিয়াগঞ্জ এর উত্তর চিড়াইল পাড়া দুর্গাপূজা কমিটি জমি দান করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে বি.কে কেশর দি বলেন কালিয়াগঞ্জ শহরে তাদের সংস্থার বিশ্ব বিদ্যালয়টি স্থাপন হওয়ার ফলে এই অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের আসা পূরণ হল বলে তিনি সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।আজকের অনুষ্ঠানে ব্যাপক অংশের মানুষ এর উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *