বলিউডের বঙ্গসুন্দরী সুস্মিতা সেন কামব্যাক করতে চান
1 min readমুম্বাই, ২৯শে জানুয়ারী : বলিউডের বঙ্গসুন্দরী সুস্মিতা সেন কামব্যাক করতে চান। ২০১০-এর পর তিনি সাময়িক বিদায় নিয়েছিলেন বলিউড থেকে। কিছুদিন সময় কাটান তার দুই মেয়ের সঙ্গে। অবশেষে ২০১৮ সালে বলিউডে ফিরতে পারেন সুস্মিতা। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।
শোনা যাচ্ছে, জোরকদমে নাকি প্রস্তুতি চলছে । সাবেক মিস ইউনিভার্স বড় পর্দায় ফিরতে চান বলে কথা। যদিও কোন ফিল্মের মাধ্যমে তা এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে জানান, ‘আমি বিগত কয়েক বছর ধরেই সিদ্ধান্ত নিয়েছি অভিনয় জগতে ফিরব। আমার মনে হয় এখন টানা ছয় মাস আমি যে কোন সিনেমার জন্য সময় দিতেই পারব। তার মানে এটা নয় আমার জন্য পারফেক্ট গল্প তৈরি হয়েই আছে। ফলে আপাতত অপেক্ষা করতেই হবে।’