December 5, 2024

ডেপুটেশন দেওয়া নিয়ে সংঘর্ষ উত্তর দিনাজপুরে চোপড়ায়

1 min read
(বর্তমানের কথা)

ডেপুটেশন দেওয়া নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষের  ঘটনায় উত্তপ্ত এলাকা।উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এর ঘটনা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে তৃনমূল কংগ্রেস পরিচালিত দাসপাড়া গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দলের তরফে ডেপুটেশন দিতে গেলে তৃনমুল কংগ্রেস এর সাথে গণ্ডগোল বাঁধে । দুদলের মধ্যেই ব্যাপক  সংঘর্ষ বেঁধে যায়।দুদলের কমপক্ষে বারো জন জখম হন।পুলিশ গেলে পুলিশের উপর হামলা করে উত্তেজিতরা ।এতে চোপড়া থানার আই সি গৌতম রায় সহ পাঁচজন পুলিশ কর্মী জ্খম হন।খবর পেয়ে ইসলামপুর থেকে এস ডি পি ও কুয়র ভূষণ সিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করে বলে অভিযোগ।কংগ্রেস দলের চোপড়া সভাপতি অশোক রায় বলেন ,তৃনমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা  ও তাদের দলের সমর্থকরা হামলা করে ।এদিন দাসপাড়া গ্রাম পঞ্চায়েত বিভিন দুর্নীতির অভিযোগে আমাদের দলের কর্মীদের উপর হামলা করে । অন্যদিকে  তৃনমুল কংগ্রেস চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেন , কংগ্রেস ডেপুটেশনের নামে তান্ডব চালায় ।সরকারি অফিস ভাঙচুর করার পাশাপাশি লুটপাট চালায় ।পুলিশ জানায় , ঘটনার তদন্ত চলছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে।চাপা উত্তেজনা রয়েছে।এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *