উত্তর দিনাজপুরের হেমতাবাদ পুলিশ প্রশাসনের উদ্দোগে ও কলকাতার কওকথা নাট্যগোষ্ঠীর পরিচালনায় পুলিসি পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথ নাটক অনুষ্ঠিত হল হেমতাবাদে
1 min readতন্ময় দাস,রায়গঞ্জঃ বর্তমানের কথা:য়গঞ্জ এর পরে আজ উত্তর দিনাজপুরের হেমতাবাদ পুলিশ প্রশাসনের উদ্দোগে ও কলকাতার কওকথা নাট্যগোষ্ঠীর পরিচালনায় পুলিসি পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের ভীতি কমাতে পথ নাটক অনুষ্ঠিত হল হেমতাবাদে।সোমবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বিষ্ণপুর হাটখোলা এলাকায় নাটকটি অনুষ্ঠিত হয়। অন্যান্য সাধারণ মানুষের মতো পুলিশও একজন সমাজসেবী। পুলিশ সমাজের বন্ধু, কোন ভীতির কারণ নয় তা নাটকের মধ্যে তুলে ধরা হয় ।